আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪

হা-হা-হাদিস – ৮৩

হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
সূর্য উদয় হবার পর তার রঙটি কেমন থাকে? কারো চোখে তা কমলা,  ক্লেউ বলে লালচে, কারো মতে গাঢ় হলুদ ইত্যাদি। কিন্তু সাদা সূর্য কেউ কখনও দেখেননি নিশ্চয়ই। তবে শ্বেতবর্ণের সূর্য দেখেছিল ইছলামের নবী। হাদিসটা পড়লে এমত বোধ হয় যে, ভোরে অজু সারার ফলে সূর্য সাদা হয়ে গিয়েছিল। 


গ্রন্থ: সহীহ বুখারি, অধ্যায়: তাওহীদ, প্রসঙ্গ হাদিস নাম্বার: ৬৯৬৩
ইবন সালাম (রহঃ) আবূ কাতাদা তাঁর পিতা (রাঃ) থেকে বর্ণিত। যখন তারা সালাত (নামায) থেকে ঘুমিয়ে ছিলেন তখন নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছিলেনঃ আল্লাহ তাঁআলা যখন ইচ্ছা করেন তোমাদের রুহকে নিয়ে যান, আর যখন ইচ্ছা ফিরিয়ে দেন। এরপর তারা তাদের প্রয়োজন সেরে নিলেন এবং উযূ করলেন। এতে সূর্য উদিত হয়ে শ্বেতবর্ন হয়ে গেল। নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উঠলেন সালাত (নামায) আদায় করলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন