আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫

ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর - ২১

[ফেইসবুকে একটা মজাদার পেইজ খোলা হয়েছে "ধর্মীয় প্রশ্নের ব্যাঙগানিক উত্তর" নামে। কেউ একজন একটা মজাদার, বিটকেলে বা আপাত নিরীহ প্রশ্ন করছে, আর অমনি অন্যেরা ঝাঁপিয়ে পড়ে সরবরাহ করছে সেটার বৈচিত্র্যময় ব্যাঙগানিক (ব্যঙ্গ + বৈজ্ঞানিক) উত্তর। 

সেই পেইজ থেকে নির্বাচিত প্রশ্নোত্তরের ধারাবাহিক সংকলন প্রশ্নকারী ও উত্তরদাতাদের নামসহ ধর্মকারীতে প্রকাশ করা হবে নিয়মিত। বলে রাখা প্রয়োজন, এই নির্বাচনটি একান্তভাবেই ধর্মপচারকের পছন্দভিত্তিক। ফলে ভালো কোনও প্রশ্নোত্তর আমার চোখ এড়িয়ে যাবার সম্ভাবনা তো আছেই, তবে সবচেয়ে বেশি আছে অন্যদের সঙ্গে মতভেদের সম্ভাবনা। নিজ গুণে (ভাগে, যোগে, বিয়োগে) মাফ কইরা দিয়েন।]

২০১.
- আল্লা চরিত্রবান লোকদের পছন্দ করে! তাহলে কি আল্লা মোহাম্মদকে পছন্দ করতো না? (রাজু ঋদ্ধ দে)
-  যে যত বিবাহ করিতে পারিবা, আল্লাহর কাছে সে তত বেশি চরিত্রবান। (মুক্ত পথের পথিক)

২০২.
- নবীর দেশের সুন্নতি খেজুর কেন পচে? সুন্নতি খেজুরে কেনু ফরমালিন দিয়ে প্রিজার্ভ করা লাগে? সুন্নতি সেই ফরমালিন মিশানো খেজুর কেন র‍্যাব-পুলিশে আবার ধরে? (মশিউর রহমান)
- খেজুরে উটের মুত মাখানো উচিত ছিল, তাইলে, মনে হয়, আর পুলিশে ধরতো না। (অরূপ রত্নাকর)

২০৩.
- শিবের "লিঙ্গ" এত বিখ্যাত কেন? সাইজের জন্য? রং-এর জন্য? নাকি স্বয়ং শিবের লিঙ্গ - এই জন্য? (সুস্ময়ের বাবা)
- ওটা দুনিয়ার প্রথম ডিলডো তাই। (জেনারেল আলাদিন)

২০৪.
- নবিজী এতগুলো যুদ্ধ করেছেন কেন? (দাঁড়িপাল্লা ধমাধম)
- ঘর জামাইয়ের অপবাদ থেকে বা‍চার জন্য। (মুল্লা মাও সেতুং)
#
- উনি তো যুদ্ধ করেননি, যুদ্ধ ওনাকে করেছে। যেমন "আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে..." (টুকুন জিল)

২০৫.
- আল্ল্যাপাক ফেরেশতাদের যৌনক্ষমতা দান করেননি কেন? (ফাহিম আল হামিম)
- ওই একই কারণ - যার জন্য রাজা-সম্রাটদের হেরেমখানার দারোয়ানদেরকে "খোজা" করে রাখা হতো! ভাইরে, নিজের ভালো পাগলেও বোঝে - আর সর্বজ্ঞানী রাব্বুল আলামিন বুঝবেন না? ফেরেস্তাদের যৌনক্ষমতা দিলে বেহেস্তের হুর-পরীরা কি কুত্সিত মুমীনদের সাথে সহবত করতে রাজি হতো? (সৈযদ জামাল)

২০৬.
- কনডম ব্যবহার সম্পর্কে কোরআন কী বলে? (রাজু ঋদ্ধ দে)
- যেহেতু কোরআন-হাদিসে আছে, অপচয়কারী শয়তানের ভাই। তাই কনডম ব্যবহার কইরা বীর্যের অপচয় করা অবশ্যই হারাম। (অনিক সরকার)

২০৭.
- আল্লার এতো নাম কিনু ? (উপপ্লব উদ্বোধক)
- যাতে কোনো একটা আইডি ব্লক হইলে আরেকটা দিয়া কাম চালানো যায়। (অরূপ রত্নাকর)

২০৮.
- আইএস যদি মক্কা হামলা করে, তাহলে আল্লাহ পাক কি অলৌকিকভাবে মক্কা রক্ষা করবেন? (তানভীর হিমেল)
- অবশ্যই করবেন। কারণ এর রক্ষাকর্তা একমাত্র আল্লাহ, আর যেহেতু এটা আল্লাহর ঘর, তাই আল্লাহ নিজেই তাঁর ঘর রক্ষা করবেন। কিন্তু সৌদি পুলিশ বাড়তি নিরাপত্তা কেন নিচ্ছে, বুঝতে পারছি না। (শামীম হোসেন)

২০৯.
- প্রতি জুম্মাবারে মুমিনরা বোমা ফাটাইয়া মুমিন মারে কেন? (মুহাম্মদ বিন আবদুল্লাহ)
- হাতের কাছে কাফের পায় না, তাই। (আব্দুল হামিদ)

২১০.
- রমজানে দাঁত না মেজে চারিদিকে দুর্গন্ধ ছড়ানোর অসভ্যতাটি কেন পবিত্রতা বলে বিবেচিত? (সেক্যুলার ফ্রাইডে)
- নিশ্চয় আল্লাপাক দুর্গন্ধ পছন্দ করেন। (অনিক সরকার)

আগের পর্বগুলো:

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন