আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

ধার্মিক - ২

লিখেছেন যুক্তিবাদী পীর

- কী রে, কেমন আছিস? 

পেছনে তাকিয়ে দেখি, রাব্বি ভাই। বললাম: 

- আরে, রাব্বি ভাইয়া, কেমন আছো, দেশে আসলা কবে? 

- গতকাল বিকালে ঢাকায় ল্যান্ড করে ঘন্টাখানেক রেস্ট নিয়ে লঞ্চে চেপে সোজা সদরঘাট। 

- কতদিন থাকবে এবার? 

- বেশিদিন নাই রে, মাস দুয়ের মত আছি। 

- ওহ্। তা ফরেনার ভাবীরে আনোনি? 

- নাহ্। ওর এত গরম সহ্য হয় না, তারপর এখানে আবার লোডশেডিং হয়! 

- ভাইয়া, দাড়ি-টুপি একেবারে বাদ দিলা কেমনে? তুমি তো একসময় নামাজও পড়তা! খ্রিষ্টান হয়ে গেলা নাকি! 

- আরে, টাকা থাকলে সব হয়। খ্রিষ্টান হই নাই, তবে হতে পারি! তোর ভাবী বলেছিলো, চার্চ থেকে নাকি অনেক সুযোগ-সুবিধা দিবে! আচ্ছা চলিরে, পরে কথা হবে, বাসায় আসিস। 

- ঠিক আছে. টা টা... 

বি. দ্র. এই রাব্বি ভাইয়া এখন থেকে বছর দশেক আগে ডিবি ভিসা পান এবং টুপি-পাঞ্জাবি ছেড়ে কোট-প্যান্ট-টাই পরে ক্লিন শেইভ দিয়ে চলে যায় স্বপ্নের দেশ আমেরিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন