আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

শেখ'স শপ - ১৪

লিখেছেন শেখ মিলন

৪০.
বাংলাদেশ বনাম আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। ২৮০ রানের টার্গেটে আফগানিস্তান ৮৮ রানে ৬ উইকেট হারিয়েছে।
চায়ের দোকানে বসে খেলা দেখতে দেখতে এক ছেলে চিৎকার দিয়ে উঠলো:
- জিইত্তা গেছি। হুর রে...
পাশে বসে থাকা হুজুর কানে একটু কম শোনে, সে বলে উঠলো:
- বাজান, দুনিয়াতে হুর পাবা কই? হুর পাবা বেহেশতে...

৪১.
পূর্বজন্মের কর্মফল এ জন্মে এবং এ জন্মের কর্মফল পরজন্মে ভোগ করতে হবে এমন যাদের বিশ্বাস, সেই জন্মান্তরবাদীদের উদ্দেশে বলছি, "পুনর্জন্মই তোমাদের আজন্ম পাপ" ( কবি দাউদ হায়দারের কবিতার অনুকরণে)।
বহুদিন পূর্বে এক বন্ধুর সাথে আমার কথোপকথন :
- তোমার লেখা কবিতাগুলো খুউব সুন্দর। আগের জন্মে তুমি জিনিয়াস ছিলে।
- পূর্বজন্ম-পরজন্ম বলে কিছু নাই।
- আছে। মানুষ তার পূর্বজন্মের কর্মফল পরের জন্মে ভোগ করে।
- বিল গেইটস পুর্বজন্মে মাদার তেরেসা ছিলো, তাই না? আর তোমার মহল্লায় যে অন্ধ ভিক্ষুকটাকে দেখা যায়, সে পূর্বজন্মে হিটলার ছিলো, তাই না? তারা সব কর্মফল ভোগ করছে, কী বলো?
- ভিক্ষুকটা তার আগের জন্মে কাউকে অন্ধ করে দিয়েছিলো, তাই এ জন্মে সে অন্ধ হয়ে জন্মেছে।
- আচ্ছা মেনে নিচ্ছি। ধরো, ঐ অন্ধ ভিক্ষুকটার নাম করিম। সে পূর্বজন্মে রহিমের চোখ উপড়ে নিয়ে রহিমকে অন্ধ করে দিয়েছিলো, তাই পূর্বজন্মের কৃতকর্মের শাস্তিস্বরূপ এ জন্মে করিম অন্ধ, এই তো?
- হ্যাঁ। এটাই কর্মফল।
- কিন্তু পূর্বজন্মে যে রহিম অন্ধ হয়েছিলো, সে কোন জন্মের কৃতকর্মের শাস্তি পেয়েছিলো?
- রহিমও তার আগের জন্মে কাউকে অন্ধ করে দিয়েছিলো।
- ও আচ্ছা। ধরে নিলাম, রহিম তার আগের জন্মে শফিককে অন্ধ করে দিয়েছিলো, কিন্তু শফিক যে অন্ধ হলো, সে কোন জন্মের কর্মফল ভোগ করলো?
- উমম্... বাদ দাও তো...

৪২.
বড় মসজিদে নতুন যুবক ইমাম নিয়োগ করা হয়েছে। জুম্মার নামাযের আগে দু'জন মুসল্লী সে নিয়ে আলাপ করছে।
- জানেন ভাইয়া, আমাদের নতুন হুজুর খুব শিক্ষিত লোক।
- হুম, আলিম ফেইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন