বুধবার, ১৪ জুলাই, ২০১০

ইসলামী হেয়ারকাট


ইরানের "হিজাব ও কুমারীত্ব উৎসবে" (এমন উৎসবও আছে!) প্রতি বছর দেখানো হয়, ফ্যাশন পুলিশের (এমন পুলিশও আছে!) কবলে না পড়েও কীভাবে ফ্যাশনদুরস্ত থাকা যায়। তো এ বছরের উৎসবে ছেলেদের জন্যে উপযুক্ত কিছু হেয়ারস্টাইল উপস্থাপনা করা হয়েছে। 


ইরানের প্রেসিডেন্টকে দেখুন নতুন হেয়ারস্টাইলে।


তবে শরীরের অন্যান্য অঙ্গের কেশবিন্যাস বিষয়ে কোনও কিছু বলা হয়েছে কি না, তা জানা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন