সোমবার, ১৯ জুলাই, ২০১০

ঈশ্বরের মাথামুথা পুরাই গেসে

মাসখানিক আগে ঈশ্বর বজ্রপাতে ধ্বংস করলো তার পুত্র যিশুর মূর্তি (বাপে চেতসে ক্যান নামের পোস্ট দ্রষ্টব্য)। আজ পাইলাম আরও দুইখান খবর। সেইগুলা পইড়া তার মস্তিষ্কের সুস্থতা নিয়া বিয়াফক সন্দেহ হইতেসে।

১. 
এইবার সে বাজ ফালাইসে চার কিশোর-কিশোরীর উপ্রে। বেচারীরা এক চার্চের বাইবেল ক্যাম্পে আসিলো তখন। তারা অবশ্য জানে বাঁইচা গেসে এবং বর্তমানে তারা মৃত্যুঝুঁকিমুক্ত।

২.
ঈশ্বর হালায় বাইবেলভক্ত বাচ্চাগো উপ্রে হম্বিতম্বি করতেসে ক্যান? আরও একখান উদাহরণ।

চার্চের বাসে চড়ে চার্চ ক্যাম্প থেকে ফেরার সময় বাস উল্টে গিয়ে দশ থেকে পনেরো বছর বয়সী নয়জন শিশু আহত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন