সোমবার, ৫ জুলাই, ২০১০

অহিংস যৌনবিকৃতি


বৌদ্ধধর্মে অহিংসবাদের কথা বলা আছে, জানি, কিন্তু ইন্দ্রিয়পরায়ণ জীবনযাপনের কথা তাতে বলা আছে কি না, সে বিষয়ে কোনও ধ্যান-ধারণা নেই বলে নিচের খবর সম্পর্কে কোনও মন্তব্য করবো না।

বৌদ্ধধর্মের উপাসনালয় প্যাগোডার পবিত্র জলে স্নানরতা নগ্ন নারীদের দৃশ্য ভিডিওতে গোপনে চিত্রিত করে ক্লিপগুলো অন্যদের সঙ্গে শেয়ার করার দায়ে অভিযুক্ত হয়েছেন কম্বোডিয়ার এক বৌদ্ধ মঠ। তাঁর নাম "নেট খাই"  (স্যরি, না হেসে পারলাম না)

২০০৮ সাল থেকে শুরু করে শত শত মেয়ের ছবি তোলার কথা স্বীকার করেছেন তিনি। পবিত্র জল থেকে আশীর্বাদ লাভের আশায় মেয়েরা তাঁর কাছে এলে তিনি গোপনে তাদের ছবি তুলতেন ভিডিওতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন