মঙ্গলবার, ২০ জুলাই, ২০১০

কে বলবে কেবলা কোন দিকে?


খবরটা শুইনা পুরাই ক্যাবলা হয়া গেলাম।

ইন্দোনেশিয়ার মুসলিমরা এতোদিন ধরে কেবলামুখী না হয়ে নামাজ পড়ে এসেছে! তাদের সমস্ত নামাজ, মোনাজাত ছিলো আফ্রিকামুখী। সেসব আল্লাহপাক গ্রহণ করবেন কি না, তা অবশ্য জানা যায়নি। 


কে বলবে কেবলা কোন দিকে?

তবে এখন উপায়? মসজিদগুলো ভেঙে নতুন করে গড়তে হবে? না, সেটার প্রয়োজন পড়বে না, শুধু একটা তেরছা হয়ে নামাজ-মোনাজাত আদায়ের পরামর্শ দিয়েছে ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন