বুধবার, ১৪ জুলাই, ২০১০

কী দিয়ে যায় চেনা?


ছবিটা মাসখানিক আগের। আফগানিস্তানের সংসদ নির্বাচনের আগে ভোটারতালিকাভুক্ত হতে এসে ছবি তোলাচ্ছেন বোরখা-পরিহিত মহিলা। ভেবে কুল পাচ্ছি না, ভোটের সময় পোলিং অফিসার কীভাবে তাঁর পরিচয় নিশ্চিত করবে? বোরখার রং দেখে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন