বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১১

ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠতম মানব


ইসলামের দৃষ্টিতে যাঁকে শ্রেষ্ঠতম মানব হিসেবে গণ্য করা হয়, তাঁর শ্রেষ্ঠত্বের কতোটুকু আমরা জানি? আসুন, স্লাইড শো দেখে পরিচিত হওয়া যাক তাঁর চরিত্রের বিশেষ কিছু দিকের সঙ্গে। 

ডকুমেন্টটি খ্রিষ্টানদের উদ্যোগে তৈরি (ধর্মগুলোর পারস্পরিক পশ্চাদ্দেশ প্রহার পরম উপভোগ করি) হলেও সব ক্ষেত্রেই কোরান-হাদিসসহ অন্যান্য নির্ভরযোগ্য ইসলামী তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে। তবে কয়েক জায়গায় একেবারেই আপ্রসঙ্গিকভাবে বাইবেলের জয়গান গাওয়ার চেষ্টা করা হয়েছে দু'-একটি বাণী উদ্ধৃত করে । তাতে ছন্দপতন হয়েছে কিছুটা, তবে এই অংশগুলো অনায়াসেই স্কিপ করে যাওয়া যেতে পারে।
নবীজিপেয়ারুদের অবশ্যপাঠ্য 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন