মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

হ্রস্বরসবাক্যবাণ – ০৭

(নিশ্চয়ই নির্ধর্মীগণের মস্তিস্কে প্রায়শই ছোটোখাটো দু'একটি ধর্মধোলাই-বাক্য বা আইডিয়া ঝিলিক দিয়া ওঠে। তোমরা তাহা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করিয়া ধর্মকারীতে প্রেরণ করিয়া অশেষ ছওয়াব হাছিল করো। অন্যথায়, হে নির্ধর্মীসকল, ইহ- ও পরকালে তোমাদিগের জন্য অপেক্ষা করিতেছে অনন্ত নরকভোগ।)

আজকেরগুলো অনূদিত। 

১. 
আকাশ থেকে ভেসে আসা জলদগম্ভীর কণ্ঠ যদি আমাকে বলেও যে, সে ঈশ্বর, তবু আমি তাতে বিশ্বাস করার আগে হাসপাতালে ছুটে যাবো নিজের মানসিক সুস্থতা পরীক্ষা করিয়ে নিতে।

২. 
আমি বিশ্বাস করি মৃত্যু-পূর্ব জীবনে। আপনি পরকাল নিয়ে থাকুন।

৩. 
সৎ লোককে কেন কষ্ট ভোগ করতে হয়? ওহ্ হ্যাঁ, মনে পড়েছে - সবই আল্লাহর ইচ্ছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন