মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

ইসলামত্যাগ ও ইসলামী বর্বরতা


"ইসলামে জোরজুলুম বলে কিছু নেই, কারণ ইসলাম - শান্তির ধর্ম"। তা তো বটেই! স্রেফ জন্মসূত্রে আমাকে মুসলমান বানিয়ে আমার ওপরে ইসলাম চাপিয়ে দেয়া হলো আমার সম্মতির তোয়াক্কা না করেই। কিন্তু আমি যদি ইসলাম ত্যাগ করি, তাহলে আমাকে বিনাবাক্যব্যয়ে মেরে ফেলার বিধান দিয়ে গেছেন স্বয়ং নবীজি! 

আর তাই ইসলামত্যাগের "অপরাধে" রাষ্ট্রীয়ভাবে মৃত্যদণ্ডের বিধি আছে শুধু মুসলমান দেশগুলোতেই: ইরান, সৌদি আরব, নাইজেরিয়া, সিরিয়া, কাতার, সুদান, মৌরিতানিয়া, আফগানিস্তান, সোমালিয়া, ইয়েমেন, আরব আমিরাত ও পাকিস্তানে। মালয়েশিয়ায় আছে জরিমানা, জেল ও বেত্রাঘাতের বিধান। 

বলেন, সুবহানাল্লাহ। 

সূত্র: উইকিপেডিয়া। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন