বৃহস্পতিবার, ১৯ মে, ২০১১

ঈশ্বরহত্যার কাহিনী


কিছুটা খ্যাপা, তবে প্রবল যুক্তিবাদী, কথা বলেন দ্রুত ও অনর্গল, কড়া শব্দ ব্যবহারে আড়ষ্টতা নেই কোনও। আমি মুগ্ধ হয়ে শুনি। ইউটিউবে তাঁর নিক CultOfDusty.  তিনি জানাচ্ছেন, একদা ঈশ্বরবিশ্বাসী তিনি কীভাবে ঈশ্বরবিশ্বাসমুক্ত হলেন। খুবই চমৎকার ভিডিও। হলোই বা তা তেরো মিনিটের। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন