বুধবার, ৮ জুন, ২০১১

যিশুকেষ্ট – ০১


যিশু আর কৃষ্ণের একটি ছবি প্রকাশ করে তাতে আইডিয়া আহ্বান করেছিলাম। ইতোমধ্যে পাওয়াও গেছে কয়েকটি। তবে সবার চেয়ে এগিয়ে গেছেন আসামী মজানন্দ পরমঘুঘু। তিনি শুধু কার্টুন বানিয়ে ও পাঠিয়েই ক্ষান্ত হননি, অতি চমৎকার একটি নামও দিয়েছেন: যিশুকেষ্ট। সেটিই বেছে নিলাম এই সিরিজের নাম হিসেবে। 

পূর্ণাকারে দেখতে ছবির ওপরে ক্লিক করুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন