কুয়েতের তিরিশজন নারী ডিভোর্স ফাইল দাখিল করেছে তাদের স্বামীদের বিরুদ্ধে। স্ত্রীদের অভিযোগ, তাদের স্বামীরা নববর্ষের (আরবি নববর্ষ) সময় মক্কায় ওমরাহ পালন করতে যাবার কথা বলে লেবাননে গিয়ে সময় কাটিয়েছে।
বলে রাখা ভালো, অনৈসলামিক হৈ-হুল্লোড়বাজদের মক্কা হিসেবে লেবাননের পরিচিতি আছে আরব জাহানে। তাই এক অর্থে স্বামীরা খুব মিথ্যে বলেনি আসলে। তারা তো মক্কাতেই গিয়েছিল, হলোই বা সেটা ভিন্ন মক্কা।
তবে সেখানে তাদের ওমরাহ পালনের ধরনটি কেমন ছিলো, স্ত্রীদের পক্ষে তা অনুমান করা দুরূহ ছিলো না বলেই মনে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন