রবিবার, ৩ জুলাই, ২০১১

মৌলানা


লিখেছেন লাইট ম্যান

হুজুর আমি পীরও আমি 
ইসলামীদের মৌলানা 
দাখিল ফাজিল খতম করে 
জ্ঞান কোরানে ষোলআনা। 
আদর্শ মোর নবী রসূল 
সুযোগ বুঝে করি উসুল 
কচি শিশু পাই যয়খানা। 

শরিয়া বিধান আছে যত 
ছাড়তে পারি কায়দা মত 
পাথর ছুড়ে বেত্রাঘাতে 
বোম-তলোয়ার-অস্ত্র হাতে 
মৃত্যুর দিই পরোয়ানা। 
বিশ্ব হবে ইসলামী 
সেই খোয়াবে চুর আমি 
ইসলামীদের মৌলানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন