রবিবার, ১৭ জুলাই, ২০১১

চার্চ অভ ফ্লাইং স্প্যাগেটি মন্সটার - অন্ধকার যুগের মশাল


লিখেছেন মৌনতা 

বহুদিন ধরে ব্রাদারহুড সিক্রেট সোসাইটির মানুষরা গোপনে তাদের আরাধনা চালিয়ে যাচ্ছিল। পৃথিবীর অনেক নামকরা বিজ্ঞানীরা অনেক সাধ্যসাধনা আর অনেক পরীক্ষার বেড়াজাল পেরিয়ে তবে এই ধর্মের সদস্য হবার যোগ্যতা অর্জন করতো। কিন্তু শর্ত ছিলো একটাই - জীবন দিয়ে হলেও এর গোপনীয়তা বজায় রাখতে হবে। কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে এদের মাঝে বিভেদ সৃষ্টি হলো। নতুন আর পুরাতনের সেই চিরন্তন বিভেদ। নতুনেরা আর নিজেদেরকে গোপন রাখতে চাইলো না। তাদের যুক্তি পৃথিবীর মানুষ এখন হয়তো এই সত্য জানবার যোগ্যতা অর্জন করেছে। এই নতুনদের দলের একজন পদার্থবিদ ববি হেন্ডারসন ক্যানসাসের টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের শিক্ষাবোর্ডের উদ্দেশে লেখা একটি খোলা চিঠিতে সব ফাঁস করে দেন। 

বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা কে, এই পুরাতন কিন্তু চিরন্তন প্রশ্নের উত্তর প্রথমবারের মতো পৃথিবীর মানুষ জানতে পারলো, সেই পরম সত্য সূর্যের মতো দিনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠলো। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের শৃঙ্খলার অজানা রহস্য তিনি প্রকাশ করলেন: ফ্লাইং স্প্যাগেটি মন্সটার আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবী জুড়ে যদিও ১০ মিলিয়ন লোক জানতো কিন্তু তারা স্বেচ্ছায় ব্যাপারটি গোপন রাখতে চেয়েছিলো। শুধুমাত্র উপাসনার সময় তারা 'পবিত্র দস্যু পোশাক' পরিধান করতো। কিন্তু ২০০৫ সালে সাধারণ মানুষের উপকার করতে তারা একটি উপাসনালয় স্থাপন করেছে। আপনারা আধুনিক প্রযুক্তির সাহায্যে এই ধর্মের অনুসারী হতে পারেন বিনামূল্যে!!!


পৃথিবীজুড়ে ফ্লাইং স্প্যাগেটি মন্সটার তার অস্তিত্বের প্রমাণ রেখেছেন। খ্রিষ্টানেরা যেমন যেখানে-সেখানে যিশু আর মাতা মেরীর প্রতিকৃতি, মুসলমানেরা খুঁজে পায় আরবিতে খোদাই করা আল্লাহ-নবীর নাম, তার অনুসারীরা খুঁজে পান এই স্প্যাগেটি-ঈশ্বরের প্রতিকৃতি। আর বাকীদের জানানোর ব্যবস্থা করেন। হয়তো আপনি নিজের দেশে এমন কিছুর সন্ধান পেতে পারেন। 


আপনার যাবতীয় প্রশ্ন এবং সন্দেহের উত্তর দিতে স্বেচ্ছাসেবকেরা সদা প্রস্তুত। নিজে যাচাই করুন, তারপর সত্যের আলোকে নিজেকে উদ্ভাসিত করুন। (প্রশ্ন-উত্তরগুলো খুব খেয়াল কইরা!)। 


যুগে যুগে সত্যপথের যাত্রীদের কম দুর্ভোগ পোহাতে হয়নি। ফ্লাইং স্প্যাগেটি মন্সটার এর বিরুদ্ধে কটু কথা কম ছড়ায়নি (বিনোদনী পাঠের নিশ্চয়তা দেয়া রইলো) প্রচলিত ধর্মানুসারীরা। আসুন, যাচাই করুন, তারপর নিজেই উপলদ্ধি করুন এবং সত্য পথের যাত্রী হোন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন