শনিবার, ৯ জুলাই, ২০১১

শহীদ তৈরির কারখানা


আত্মঘাতী হামলার মাধ্যমে অ-মুসলিমদেরকে হত্যা করে শহীদ হবার ব্যাপারটিকে অনেক মুসলিম দেশে মহিমান্বিত করা হয়, শিশু-তরুণ-যুবকদের শহীদ হবার পথে আনতে প্রচারমাধ্যমগুলোয় চালানো হয় ব্যাপক প্রপাগাণ্ডা। অনেক মস্তিষ্কপ্রক্ষালিত শিশু একটু বড়ো হয়েই শহীদ হবার বাসনায় অধীর হয়ে ওঠে। 

ব্রুক গোল্ডস্টাইন নামের এক তরুণ পরিচালিকা The Making of a Martyr নামে একটি ডকুমেন্টারি বানিয়েছেন। সেটি এমবেড করছি বটে, তবে তা দেখা যাবে কি না, নিশ্চিত নই। আমি সম্ভাব্য সমস্ত ব্রাউজার ব্যবহার করেও দেখতে ব্যর্থ হলাম। তবে ডকুমেন্টারির কিছু ফুটেজসহ পরিচালিকার একটি সাক্ষাৎকার নির্ঘাত দেখা যাবে। 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন