শনিবার, ৬ আগস্ট, ২০১১

ঈদের মাস


লিখেছেন লাইট ম্যান

মুমিন বলে
আবার এল রোজার মাস
ঈমান-জোশে উপবাস
ধর্ম ধান্দা ফরজ কাজ
রাত্রদিবস মিলাদ ওয়াজ
এল রে এল ঈদের মাস।

ব্যবসায়ী বলে
পয়মন্ত রোজার মাস
ধরব টাকা - মনের আশ
গুদাম ভরে মজুত কর
অভাব বানাও, পয়সা ধর
এল রে এল ঈদের মাস।

পুলিশ বলে
আবার এল ঘুষের মাস
করতে হবে টাকার চাষ
বউ-বাচ্চার বায়না
পোশাক শাড়ী গয়না
এল রে এল ঈদের মাস।

গরীব বলে
বছর জুড়েই থাকছি রোজা
রমজানে হয় বিশেষ বোঝা্
পেয়াজ তেল আর বেগুন চিনি
আগুন দামে কেমনে কিনি!
এল রে এল ঈদের মাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন