শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

মুক্তচিন্তার জয় অবশ্যম্ভাবী


কিছু ব্যতিক্রম হিসেবে না ধরলে শিক্ষকদের লম্বা লেকচারের মতো সব ধরনের দীর্ঘ বক্তৃতাই আমার কাছে ক্লান্তিকর মনে হয়। তবে American Atheists সংগঠনের সভাপতি ডেভ সিলভারম্যানের প্রায় চল্লিশ মিনিটের বক্তৃতা শোনার পরে ক্লান্তি তো দূরের কথা, রীতিমতো চাঙা হয়ে উঠলাম। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন