রবিবার, ১৪ আগস্ট, ২০১১

শেকল ভাঙার শক্তি


ধর্মের নাগপাশ ছেড়ে বের হয়ে আসা সম্ভব হয় না অনেকের পক্ষেই। ছোটবেলায় মাথায় ঢুকিয়ে দেয়া অমূলক ভীতি তাদের সক্রিয় থাকে সারা জীবন। অথচ প্রয়োজন কিছুটা কৌতূহল, সামান্য সাহস আর যুক্তি ও বাস্তবতা মেনে নেয়ার মনোবৃত্তি।

একজনের ধর্মনিগড় ধ্বংস করে বেরিয়ে আসার নিদারুণ, নির্বাক ভিডিও। সঙ্গত সুরগুলোও সুশ্রাব্য। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন