সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১১

ইতর ইসলামীরা


৯/১১-তে আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে আমেরিকার পতাকা পোড়ানো ও কুৎসিত জিহাদী স্লোগান দেয়ার মতো ইতরামি, মনে হয়, শুধু ইসলামীদের পক্ষেই করা সম্ভব। আমেরিকার রাজনীতির প্রতিবাদ যে কোনওদিনই করা যেতে পারে, কিন্তু জঙ্গি ইসলামের কারণে প্রায় তিন হাজার আমেরিকান নিহত হবার দিনটিতে ইসলামীদের এই আচরণ যে কী বেহায়া, কী নির্লজ্জ, কী ন্যাক্কারজনক! ঘেন্নায় মুখ তেতো হয়ে আসে। 

লন্ডনস্তানের কিছু ইতর মুসলিম ঘটিয়েছে এই ঘটনা। সংখ্যায় তারা একেবারেই নগণ্য ছিলো, তা কিন্তু নয়! 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন