সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১১

ধর্ম VS কর্ম


লিখেছেন থাবা বাবা

আস্তিকগন বলে ডেকে
নাস্তিকদের প্রতি হেঁকে,
তোরা কেন প্রতিদিন
বকে বকে ‘গডহীন’
দিস মনে কষ্টটা এঁকে?

বলে নাস্তিক জবাবে,
মোদের ঈশ্বর-অভাবে
তোরা যদি যাস মরে
আল্লার ধ্বজা ধরে
(মোরা) কেন বদলাবো স্বভাবে!

আমাদের নাই কোন ধর্ম
নাই কোন ঈশ্বর বর্ম,
মানব সেবায় রত
বিজ্ঞান করে ব্রত
আমাদের কাছে বড় কর্ম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন