শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

ঈমানমণ্ডিত ভণ্ডামি


পশ্চিমা দেশগুলোয় কাজ করতে এবং অভিবাসী হতে মুসলিমরা বড়োই ব্যগ্র। পশ্চিম তাদেরকে সে সুযোগ দেয়ও। তবে সেসব দেশে গিয়ে তাদের যাবতীয় সুযোগ-সুবিধা পুরোদমে উপভোগ করেও মুসলিমরা কিন্তু পশ্চিমকেই গালিগালাজ করে।

এই ধরনের আরও কিছু ইসলামী ভণ্ডামির কথা টিভিতে বলছেন এক পাকিস্তানী বুদ্ধিজীবী। ভিডিওটি ইংরেজি সাবটাইটেলসহ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন