লিখেছেন মোহাম্মদ কুলাঙ্গার (সাঃ)
১. আল্লাহ কি একজন বিশিষ্ট দালাল?
ইসলামের একটি প্রতিশ্রুতি, যা আমাকে আলোড়িত করে তা হলো: একজন মুসলিম যদি তার সারা জীবন আল্লাহর আদেশ মান্য করে এবং রাসূলের জীবনাদর্শ অনুসারে চলে, তাহলে পরকালে সে তার কাম চরিতার্থ করার জন্য অনেক কুমারী যুবতী এবং বালক পাবে।
যদি ইসলাম আমাদের বর্তমান জীবনে প্রাকবিবাহ যৌনতা সম্পূর্ণ নিষিদ্ধ করে থাকে এবং বলে এই নিষেধাজ্ঞাটি ভালো, তাহলে পরকালে জান্নাতে কেন এই জঘন্য বহুগামিতা অনুমোদন করা হবে? ইসলাম তো বলে, এটা খারাপ!
২. কল্পনা নয়, বাস্তব
এখনও কি আপনারা বলবেন মুহাম্মদ একজন উত্তম চরিত্রের মানুষ ছিলেন?
৩. চিন্তার খোরাক
সুন্দর জীবন যাপনের জন্য আমাদের আসলেই কি কোনো ঐশ্বরিক সাহায্যের প্রয়োজন আছে ?
কেন একজন তার নিজের বিশ্বাষের প্রতি প্রশ্ন আনতে ভয় পায় ?
যদি ঐ ইসলামের বিশ্বাসের ভিত্তি এতটাই শক্ত হয়, তাহলে সাধারণ কিছু প্রশ্নাবলী কেন বিশ্বাসের ভিতে চিড় ধরাবে ?
প্রশ্ন এবং কৌতূহল আজ মানুষকে অন্য সকল জীবের ওপর প্রাধান্য এনে দিয়েছে । এটাই আমাদের বুদ্ধিমত্তার কারণ ।
দৈহিক দিক দিয়ে আমরা মানুষ হিসেবে খুব শক্তিশালী নই। কেউ কেউ বলবে, আমরা সামাজিক জীব এবং তাই আমরা শক্তিশালী। কিন্তু সিংহও খুব শক্তিশালী, তারাও একসাথে থাকে তবে তাদেরকে আমরা পশু হিসেবে অভিহিত করি। আমরা মানুষরা এদের থেকে নিজেদের আলাদা করি, কারণ আমরা প্রশ্ন করি। এবং এর জন্যই আমরা অন্য সকলের থেকে শক্তিশালী এবং বুদ্ধিমান। যদি ইসলামের মতো কিছু কালো ছায়া আমাদের প্রশ্ন করার ক্ষমতাকে স্তব্ধ করে দেয়, তাহলে এটা শুধু আমাদের জীবন ব্যবস্থাকেই ধ্বংস করবে না বরং আমাদের বুদ্ধিমত্তাকেও স্তিমিত করে দেবে ।
আমাদের সবাইকে জেগে উঠতে হবে এবং ইসলামের মতন অন্ধবিশ্বাস ও রাজনৈতিক আদর্শকে যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন