শনিবার, ২৩ জুন, ২০১২

ধর্মীয় অর্থাৎ আবালীয় বিগ্যান

প্রধান ধর্মগুলোর বৈগ্যানিক মতধারা অনুযায়ী, আমাদের এই পৃথিবীর বয়স পাঁচ থেকে দশ হাজার বছর। কিন্তু প্রকৃত বিজ্ঞান জানে, সাড়ে বিলিয়ন বছরেরও বেশি বয়স্ক আমাদের এই গ্রহ। শোনা যায়, এ বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছুর স্রষ্টা নাকি আল্যা মিয়া, সে নাকি আবার সর্বজ্ঞও। তাইলে তার রচিত বইগুলোয় এমন ভুল হয় ক্যামনে! অবশ্য এটাই একমাত্র উদাহরণ নয়; ঐশী কিতাবগুলো এমনিতেই নানাবিধ ভুল-ভ্রান্তিতে ভরা। 

নিচের পোস্টারটি পাঠিয়েছেন ছাগলনাইয়ার বনলতা সেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন