সোমবার, ২ জুলাই, ২০১২

ধর্মবিশ্বাসপ্রসূত অপকর্মগুলো

নাস্তিক মানেই তার চরিত্র ফুলের মতো পবিত্র - এ কথা ভেবে নেয়ার কোনও ভিত্তি কিন্তু নেই। খুনি, অপরাধী, বদমাশ, লম্পট ধর্মবিশ্বাসীদের মধ্যে যেমন আছে, আছে নাস্তিকদের মধ্যেও। 

তবে এমন কিছু অপরাধ, কুকীর্তি আছে, যেগুলো নাস্তিকদের পক্ষে করা সম্ভব নয় বাই ডেফিনিশন। কারণ সেসব করতে গেলে অনিবার্যভাবে প্রয়োজন ধর্ম- ও ঈশ্বরবিশ্বাসের। 

তেমন কিছু কাজের তালিকাসহ ছোট্ট দু'টি ভিডিও। সাকুল্যে আট মিনিট। 

প্রাসঙ্গিক আরও তিনটি পোস্ট: 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন