বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

ইসলামী সহিংসতা চলছে, চলবে

স-ভূমিকা লিংক পাঠিয়েছেন মৌনতা 

এই সেই ভিডিও, যা নিয়ে মুসলিম জাহানে তোলপাড় শুরু হয়ে গেছে। যে কারণে লিবিয়াতে চারজন আমেরিকান ও কয়েকজন লিবিয়ান নাগরিককে জীবনও দিতে হলো। ইয়েমেনে প্রাণ গেল আরেকজনের।

খুবই নিম্নমানের মেকিং হলেও ভিডিওতে প্রদর্শিত প্রতিটি ঘটনা সত্য। মুসলিমদের সহনশক্তি নিয়ে নতুন করে কিছু বলার নেই। সত্য সব কাহিনী, যেগুলোর কথা পরিষ্কার হাদিসে লেখা আছে, সেসবের উল্লেখে এমন সহিংস প্রতিক্রিয়ার কারণ বোধগম্য নয়। এর প্রত্যেক ঘটনার রিলেটেড হাদিস ধর্মকারীতেই উল্লেখ করা হয়েছে বহুবার।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন