শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

সহিংসতা - বেকুবদের পথ

নবীজিকে নিয়ে তৈরি নিম্নমানের সেই চলচ্চিত্রের প্রতিবাদে ঘিলুহীন মুসলিমের উন্মত্ত সহিংসতা বিষয়ে প্রিয় ইউটিউবার ডাস্টি স্মিথ তাঁর স্বভাবসুলভ খ্যাপাটে ও যুক্তিনিষ্ঠ ভঙ্গিতে এক হাত নিলেন উত্থিত ঈমানদণ্ডধারীদের। ভিডিওর নাম - Violent Muslim Protestors Are Pussies. তবে ভিডিওর বক্তব্য এর চেয়েও অনেক অনেক বেশি ঝাঁঝালো।

প্রায় চার মিনিটের ভিডিও। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন