শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

তপ্তমস্তিষ্ক মুসলিমদের প্রতি

উগ্র মুসলিমরা গবেটের মতো হাউকাউ শুরু না করলে নবীজিকে নিয়ে বানানো এই ফালতু মুভিটা বেশি লোকের নজরে আসতো না এবং বেশি লোকে তা দেখতোও না। এখন সবাই হুমড়ি খেয়ে পড়ে দেখছে সেটা। স্রেফ কৌতূহলের বশে। 

যুক্তিবান ও স্পষ্টবাদী ইউটিউবার TheAmazingAtheist প্রকাশ করেছেন তাঁর প্রতিক্রিয়া। জোরালো, সোজাসাপটা এবং প্রায়শই ব্যঙ্গাত্মক। প্রায় ছয় মিনিটের ভিডিওতে তিনি নবীজিকে নিয়ে একটি মুভির হাহাপগে আইডিয়াও দিয়েছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন