সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১২

নির্বোধ দাবি: অবিশ্বাসও এক ধরনের বিশ্বাস

'নাস্তিক্যবাদ একটি ধর্ম', 'ঈশ্বরে অবিশ্বাস করতে গেলেও এক ধরনের বিশ্বাস (faith) প্রয়োজন' - ইত্যাকার আস্তিকীয় বস্তাপচা দাবির অত্যন্ত যুক্তিনিষ্ঠ উত্তর নাস্তিকেরা বরাবরই দিয়ে থাকে। কিন্তু লাভ খুব একটা হয় না তাতে। কারণ আস্তিকে না শোনে যুক্তির কাহিনী। 

তবু নাস্তিকদের যুক্তি-অস্ত্রাগার সব সময় সমৃদ্ধ রাখা আবশ্যক। সাড়ে তিন মিনিটের এই ভিডিও এতে সহায় হবে, তা নিশ্চিতভাবে বলা যায়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন