বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

আবু জাহেলীয় তালিম সমগ্র - ৩

লিখেছেন আবু জাহেল (Version 2)

১৮.
সবই বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে একমাত্র মানুষ ছাড়া! মানুষ এসেছে আদম হাওয়া থেকে! আর বাকি সবকিছু বিবর্তনের মাধ্যমে। - কতিপয় ছাগুর ছহীহ ইছলামিক যুক্তি! 

১৯.
কোরান যে একটা ঐশী কিতাব, এইটা আজ পর্যন্ত কি কোনো বিজ্ঞানি আবিষ্কার করতে পারছে? কোনো বিজ্ঞানি কি আবিষ্কার করতে পারছে যে আল্লাফাক আচেন? পারে নাই। এর আবিষ্কারক একমাত্র কোরান। বুঝা গেল, বিজ্ঞান আসলে কোনো কামেরই না! 

২০.
শয়তান আসলে কয়টা? প্রতিদিন এতো লোক এতো খারাপ কাজ করে! সব কিছুই জনাব শয়তানের ইন্ধনে সংঘটিত হয়। তবে এতো লোককে এক সাথে কুমন্ত্রণা একা একজন শয়তান কীভাবে দেয়? তাহলে কি শয়তান কোটি কোটি? নাকি শয়তান খোদার মতোই মহাক্রমশালী এবং সকল জায়গায় বিরাজমান? নাকি খোদা নিজেই শয়তান?

২১.
নাস্তিক: মানুষ সৃষ্টি হয়েছে বিবর্তনের মাধ্যমে লক্ষ বছর আগে! মানুষ এবং বানরের একটা সাধারণ পূর্বপুরুষ ছিল
আস্তিক: তুই দেখছোস বিবর্তন হইতে? তুই ওই সময় বাঁইচা ছিলি?
নাস্তিক: তুই আল্লাহরে দেখছোস? তুই আদম হাওয়ারে দেখছোস? তুই জ্বীন-পরী দেখছোস? তাহলে বিশ্বাস করোছ কেন? 
আস্তিক: (গালিগালাজ) 
যুক্তির স্টক শেষ মানেই গালিগালাজের সূত্রপাত! 

২২.
অনেকের মুখে শুনেছি বেশি পড়াশোনা করলে নাকি নাস্তিক হয়ে যায়! যদি পড়াশোনার সাথে নাস্তিকতার সম্পর্ক থাকে তবে অজ্ঞতার সাথে আস্তিকতার সম্পর্ক রয়েছে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন