বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪

চিত্রপঞ্চক - ৭৫

সমাজতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ রাশিয়ায় এখন অর্থোডক্স খ্রিষ্টধর্ম একটি অত্যন্ত শক্তিধর প্রতিষ্ঠান। কাগজে-কলমে রাশিয়া ধর্মনিরপেক্ষ দেশ হলেও রাষ্ট্র ও রাষ্ট্রনায়ক পুতিনের প্রত্যক্ষ সমর্থনপুষ্ট এই ধর্মের দাপট সমাজ-জীবনের প্রায় সর্বত্র এখন প্রবল। 

রাশিয়াপ্রবাসী মোকাম্মেল ধর্মকবলিত রাশিয়ার বেশকিছু ছবি পাঠিয়েছেন। আজ প্রকাশিত হচ্ছে পঞ্চম পর্ব। প্রথম পর্বদ্বিতীয় পর্বতৃতীয় পর্বচতুর্থ পর্বপঞ্চম পর্ব, ষষ্ঠ পর্ব দেখুন।

খ্রিষ্টবাদী কমিউনিস্ট?

পেছনে দোকানের সাইনবোর্ডে লেখা: "স্টাইলিশরা"

ঝুলন্ত লেখা: "প্রার্থনাযুক্ত চামড়ার বেল্ট"

উচ্চপদস্থ কোনও ব্যক্তির আসন ব্যাপটাইজ করা হচ্ছে

থ্রি কমরেডস: রাশিয়ার তিন প্রধান পুরুষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন