শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

নিঃসীম নূরানী অন্ধকারে - ১০৬

লিখেছেন কবীর উদ্দীন

৫২৬.
- য়াল্যা এক। আমিও এক।
- য়াল্যা অদ্বিতীয়। আমি অদ্বিতীয়।
- য়াল্যার কোনো শরিক নেই। আমারও কোনো শরিক নেই।
- য়াল্যার কোনো আকার নেই। আমার আকার আছে। 
অতএব আমি য়াল্যার চেয়ে উন্নতমানের প্রাণী।

৫২৭.
ইহুদী ধর্মের প্রবর্তক মুছা ছিল রাখাল। সে একদা পশু চড়াতে গেল পাহাড়ের পাদদেশে। হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলো। মুছার গায়ের পাশেই একটা বজ্র পড়লো বিকট শব্দে। মুছা ভয়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলো। অল্পক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো। বৃষ্টি ও বজ্রপাত থামলো। সে পশুর পাল নিয়ে বাড়ি ফিরে এসে সবাইকে গল্প করলো, "জাভে (তার তৈরি য়াল্যা) এসেছিল পাহাড়ের চূড়ায় তার সঙ্গে দেখা করতে।"

৫২৮.
নবীজি 
- খাদিজার চাকর কাম স্বামী, 
- হাফছার জ্যাঠা কাম স্বামী, 
- আয়শার জ্যাঠা কাম স্বামী, 
- যয়নাবের মামাতভাই কাম শ্বশুর কাম স্বামী, 
- ওম হানির চাচাতভাই কাম প্রেমিক কাম তালুই, 
- জায়েদের পিতা কাম তালতোভাই কাম সপতি, 
- আলির চাচাতভাই কাম বন্ধু কাম শ্বশুর কাম বোনের প্রেমিক কাম হতে পারতো দুলাভাই, 
- আবু তালেবের ভাতিজা কাম বেহাই কাম মেয়ের প্রেমিক, 
- আবু বকরের বন্ধু কাম গুরু কাম জামাতা, 
- ওমর ফারুকের বন্ধু কাম গুরু কাম জামাতা, 
- ফাতেমার ভাসুর কাম পিতা কাম চাচার শ্বশুর, 
- হাছান-হুসাইনের নানা কাম জ্যাঠা কাম ফুফুর প্রেমিক, 
- আব্দুল্লাহ ও আমেনার পুত্র কাম বেহাই কাম নাতির সপতি

৫২৯.
যেখানে সবাই কাপড় পরিহিত, সেখানে একজন নেংটু হলে খুবই বেমানান লাগে। হিন্দুদের এক আম্মু নেংটু কালীকে তাই ন্যুড বীচে রাখা উচিত। পোশাক পরিহিত জনপদে সে খুবই বেমানান।

৫৩০.

নবীজির নাকি ৪বার সিনা চাক হয়েছিল। সিনা চাক মানে হৃৎপিণ্ড বের করে নিয়ে পানিতে ধোয়া। নবীজির হৃৎপিণ্ড এতই নোংরা ছিল যে, সেটাকে চার চারবার বুক ফেঁড়ে বের করে ধুতে হয়েছিল! ছি! ছি! আমার একবারও সিনা চাক হয়নি। তবুও আমার হৃৎপিণ্ডে কোনো ময়লা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন