সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪

ধর্মবিদ্রূপানন্দ - ১২

লিখেছেন Mosammot Rinee Khatun

৩৪.
মোছলমান সন্তানের জারজ-অজারজের নিয়ামক মাত্র তিনটা শব্দ কবুল, কবুল এবং কবুল। যার ঔরসজাত তাকে সন্তানের আম্মিজান ঐ তিনটা শব্দ দ্বারা একবার গ্রহণ করলে করলেই হলো। তার পর আর ইচ্ছা-অনিচ্ছার কোন মুল্য নেই। 

আমি মনে করি, সেই সন্তানেরাই জারজ, যারা একজন আদর্শ পিতার পরিচয়ে পরিচয় দিতে ভয় করে, অনীহা প্রকাশ করে। 

বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র কমল দাশগুপ্তের মুছলিম সন্তানদের জন্য খুব করুণা হয়।

৩৫.
কোরান না বুঝে তেলাওয়াত করা ফরজ। বুঝে ফেললে ঈমান ঢিলা হয়ে যাবে, এমনকি ঈমানের মিথ্যে তক্ত-তাউস ভেঙেও যেতে পারে, তাই ঈমান ঠিক রাখা কি ফরজ নয়?

৩৬.
উড়ুউড়ু, তন্দ্রাচ্ছন্ন, মৌনভাব, স্বপ্নালু, ঘোরলাগা ইত্যাদি পার্শ্ব-প্রতিক্রিয়ার জন্য কার্ল মার্কস ধর্মকে অাফিমের সঙ্গে তুলনা করেছেন।

হাল-জমানার সহি ইছলামবাজদের আফিমীয় বৈশিষ্ট্যাবলীর সঙ্গে তুলনা করলে শয়তানও লজ্জায় আত্মহনন করবে।

এইগুলো ইছলামিস্টদের হেয় করার ইহুদী ষড়যন্ত্র! সর্বকালের সেরা ধম্মকে মাদকের সঙ্গে তুলনা করলে শ্রেষ্ঠমদ, মহামদ টাকিলার সঙ্গেই করা উচিত।

(বি. দ্র. : কারো মদানুভুতিতে অাঘাত লাগলে নিজ দায়িত্বে মলম লাগিয়ে নেবেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন