বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

ইসলাম সম্পর্কে "সত্য" প্রচারের উদ্যোগ


খবরটা পড়ে হাসি পেলে রীতিমতো।

নিজেদের কুকীর্তিমণ্ডিত কর্মকাণ্ডের কারণে ধ্বসে যাওয়া রেপুটেশান পুনরুদ্ধার করতে শুধু "আমরা কতো ভালো" বলে প্রচার চালালেই কামিয়াব হওয়া যাবে? নিজেদের আচরণ সংশোধন করতে হবে না? 

মুসলমানদের ধারণা কিন্তু ভিন্ন। সংশোধনী আবার কী! কোরান-হাদিসের কথা তো বদলানো সম্ভব নয়। তাহলে মুসলমানদের আচরণ পাল্টাতে হবে কেন? "ইসলাম শান্তির ধর্ম" বলে প্রচার চালালেই অমুসলিম জাহান তা বিশ্বাস করে নেবে বলে তাদের ধারণা। 


সারা ব্রিটেন জুড়ে ইসলাম সম্পর্কে "সত্য" প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। আমি হাসতেই আছি। ভাবছি, গোখরো নির্বিষ সাপ বা গোখরো শান্তির প্রাণী বলে প্রচার চালিয়ে কতোটা সাফল্য পাওয়া সম্ভব?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন