বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১১

শৈশবের অনিবার্য মগজধোলাই


ধর্মবিশ্বাস প্রায় সব ক্ষেত্রেই উত্তরাধিকার সূত্রে পাওয়া। কিন্তু শিশু বড়ো হয়ে পরিণতমনস্ক হবার আগে অর্থাৎ শৈশবেই ধর্মবিশ্বাস মগজে সিঁধিয়ে না দিলে চলে না কেন? স্বাধীন চিন্তাশক্তিসম্পন্ন হয়ে উঠলে সে ওই বুলশিটে বিশ্বাস করবে না, সেই আতঙ্ক থেকে? 

দৃঢ় বক্তব্যের দেড় মিনিটের ভিডিও। বায়োনিক ড্যান্স-এর তৈরি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন