রবিবার, ৮ মে, ২০১১

মন কাঁদে বিন লাদেনের লাগি


বিন লাদেনের মৃত্যুতে কেঁদে উঠেছে কতো মুসলিমের প্রাণ! কেউ গোপনে অশ্রু ঝরিয়েছে, কেউ সরব প্রতিবাদ জানিয়েছে, ঘৃণা প্রকাশ করেছে মুসলিম এই বীর শহীদের সমর্থনে। শান্তির ধর্মের বিশিষ্ট প্রতিনিধি বিন লাদেনকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবি এখনও কেউ জানায়নি কেন, ভেবে অবাক হচ্ছি।

লন্ডনস্তানে বিন লাদেনের প্রত্যক্ষ সমর্থকেরা মিছিলের খবর পড়ুন! 


আরও ছবি দেখুন ওপরের লিংকে গিয়ে। 

রয়টারের দুই মিনিটের ভিডিওতে আরও দেখুন পাকিস্তান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় লাদেনঅন্তপ্রাণ মুসলিমদের বিক্ষোভ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন