রবিবার, ৮ মে, ২০১১

ইছলাম ও পিছ-কাম


লিখেছেন মৌনতা 

ইসলামের প্রথমাবস্থায় রোযার মাসে দিনে-রাতে কখনোই মিলিত হবার নিয়ম ছিলো না। একমাস কোনো ধরনের রতিক্রিয়া করা যাবে না — এমনই কঠিন ছিলো সেই নিয়ম। 

একদিন ওমর কাঁদতে কাঁদতে মুহাম্মদের কাছে এলো এবং হাত চুম্বনপূর্বক বললো: ‘ইয়া মুহাম্মদ! আমি তো বিশাল বড়ো অন্যায় করে ফেলেছি।’ মহানবীর উৎকন্ঠার উত্তরে ওমর জানালো, আগের রাতে রোযা রাখা অবস্থায় সে পায়ুমেহন করে ফেলেছে। 

মুহাম্মদ একটু নড়ে-চড়ে বসলেন। ওমর ভালো যোদ্ধা আর মহানবীর পেয়ারের সাহাবী। দীর্ঘ দিন রতিক্রিয়া না করে থাকাটা ওমরের জন্যে  বড়োই কঠিন বিষয়। এটা সহৃদয় মুহাম্মদ ভালোই বোঝেন। কিন্তু খান্দানি ইহুদীদের সমপর্যায়ের একটা ধর্ম আরবদের মাঝে চালু করতে হলে একটু তো রয়ে-সয়ে কাজ-কাম করতে হবে। 

মুহাম্মদ তার তাৎক্ষণিক বুদ্ধির জন্য বিখ্যাত ছিলেন। তিনি সাথে সাথে দু-কূল রক্ষা করার বুদ্ধি বের করে ফেললেন। তাই মৃগিরুগির ভাব ধরে মুখ দিয়ে গ্যাজলাসহ গাজা টাইপের আয়াত নাজিল করে ফেললেন, "তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র, তাই তোমরা তোমাদের শস্যক্ষেত্র যেভাবে ইচ্ছে কর্ষণ করতে পারো..” (সূরা বাকারা: ২২৩) 

দুষ্টু শিয়া ধর্মাবলম্বীরা কহে, ওমরের সেই পায়ুমেহনের সঙ্গী ছিলো এক পুরুষ। 

আরও একটি তথ্য। ইমাম আবু হানিফার প্রিয় ছাত্র ছিলো একজন সমকামী এবং তার পেছনে জামাতে নামায পড়া যায়েজ ছিলো। পরে এই সংক্রান্ত হাদিস বুখারী শরীফ থেকে সরিয়ে ফেলা হয়। 

এই ঘটনার ফলাফল: 

১) রমযানের সময় রাতে মিলিত হওয়া যায়েজ (মানে, করলে পাপ নেই) করা হয়। 

২) মেয়েদের পায়ুমেহন করা ইসলামে যায়েজ করা হয়। 

৩) মেয়েদের অনিচ্ছায় আল্লাহর নামে কর্ষিত হবার আদেশ দেয়া এই আয়াতটি অধ্যাবধি তাদের দুঃখের কারণ। 

1. "Ibn Abbas narrates that Hadhrath Umar went before Rasulullah (s) and "Master I am destroyed!'. Rasulullah (s) asked 'what thing has destroyed you?'. Umar replied last night I had anal sex. Rasulullah (s) did not give a reply to Umar, then Allah (swt) sent down this revelation "Your wives are as a tilth unto you; so approach your tilth when or how ye will; the words 'kabool wa Dhabar' (the anus is accepted)" 

2. Here is the direct quote from Tafseer Durre Manthur: ‘Traditions wherein Abdullah ibn Umar believed sodomy with women are well known and Sahih.’ 

3. Some words of wisdom regarding handsome lads: 

a. Hazrat Abu Huraira reports that Rasulullah (sallallahu alayhi wasallam) said: Do not stare at beardless youth. 

b. Hazrat Anas reports that Rasulullah (sallallahu alayhi wasallam) said: Beware of beardless youth for they are a greater source of mischief than young maidens. 

c. Hazrat Umar used to say: I do not fear the danger of a wild animal let loose upon an aalim, as much as I fear the danger of a beardless, handsome lad upon him. 

d. Hazrat Sufyan Thauri says: If every woman has one shaitaan accompanying her, then a handsome lad has two. 

e. Imam Ghazzali writes: Turning a hungry lion upon an aabid (worshipper) is not as detrimental to him as a handsome lad left before him. 

3. Imam Abu Hanifa's esteemed student Ibn Mubarak was also a homosexual. 

We also read in 'Muhadarat al-'udaba', p. 199, Chapter 1, "Al hada al Saani" that:"Hakim Tabaristan made Abdullah bin Mubarak a Judge, who was addicted to the anus (Homosexual) he asked the Hakim 'Sir I need some men who can help you" Hakim said I was aware of your need before this". 

The Salaf deem it permissible to pray Salat behind a homosexual Imam 

We read in Sahih al Bukhari, p. 96, Kitab Bab ul Salaat, narrates a tradition from Zuhri [Sahih al-Bukhari, p. 96, 1375 AH print]: 

"The Imamate of a mukhanath at a time of necessity is Sahih". 

Note: Arabic word "Mukhanath" means homosexual. This hadith has been removed from the English version of Bukhari, but exists in old copies of Arabic version. E.g. this 1375 Hijri print. 

Related citation 

1. Abdullah Ibn Umar deemed sodomy to Halaal: For evidence, please consult the following authentic Sunni texts: Tafseer Durre Manthur Volume 1 page 264 Ayat Hars, Tafseer Qasmi Volume 2 page 220, by Jamaladeen Qasmi , Tafseer Qurtubi page 92 Ayat Hars 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন