আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বুধবার, ৮ জুন, ২০১১

র‍্যাপচার আসে, র‍্যাপচার যায়


কিছু আবাল খ্রিষ্টানের গবেষণালব্ধ হিসেব অনুযায়ী, গত ২১ মে তারিখে যিশুর দ্বিতীয় আগমনের কথা ছিলো। কথা ছিলো, এদিন তিনি সমস্ত জীবিত ও মৃত মোমিন খ্রিষ্টানকে আকাশে অর্থাৎ স্বর্গে তুলে নিয়ে যাবেন (এটাকে তারা র‍্যাপচার বলে)। খ্রিষ্টানদের কল্পনায় তা, বোধহয়, এরকম: 


তবে মোমিনদের শরীরে পোশাক থাকবে, নাকি নেংটু অবস্থায় তারা স্বর্গে উত্তোলিত হবে, তা নিয়ে মতভেদ আছে বলে মনে হয়। স্বর্গে পার্থিব কোনওকিছুর স্থান নেই বলে নেংটু ভার্শনটিই যুক্তিযুক্ত বলে মনে হয় (যদিও ধর্ম আর যুক্তির সহাবস্থান একেবারেই অসম্ভব)।

এ বিষয়ে একটি কৌতূহলোদ্দীপক তথ্য: আমেরিকার শতকরা চল্লিশ শতাংশেরও বেশি মানুষ র‍্যাপচারে বিশ্বাস করে! তথ্যটি অবশ্য একুশে মে'র আগের। 

তো এ বিষয়ে সম্প্রতি সংগ্রহ করা তেরোটি মজাদার ছবি আর কার্টুন প্রকাশ করা হচ্ছে। এ ছাড়া আগে প্রকাশিত আরেকটি পোস্ট দেখে নেয়া যেতে পারে। 

র‍্যাপচারপূর্ব কার্টুন: 




এর আগেও বহুবার র‍্যাপচার সম্পর্কে অসফল ভবিষ্যদ্বাণী করা হয়েছে। সে বিষয়ে:


র‍্যাপচারের সময় সিস্টেম ফেইলার:

র‍্যাপচার-পচানি:



র‍্যাপচারোত্তর:



এ বিষয়ে একটি মজাদার কমিকের লিংক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন