আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

প্রশ্নোত্তরে কাবা

লিখেছেন মহিউদ্দিন শরীফ

- মোহাম্মদের মক্কা বিজয়ের পূর্বে কাবা ঘরের মধ্য কী ছিল?
- ৩৬০ টি মূর্তি।
- মোহাম্মদের পিতা আবদুল্লা কোন ধর্মের অনুসারী ছিল?
- পৌত্তলিক ধর্ম।
- পৌত্তলিক ধর্ম কী?
- যে ধর্মে বিভিন্ন দেব-দেবীর পূজা ও উপাসনা করা হয়।
- উপাসনা এবং পূজার মধ্যে কোন পার্থক্য আছে?
- নাই।
- আরবের কুরাইশরা কোথায় উপাসনা করত?
- কাবা ঘরে।
- কাবা ঘরে কী রাখা ছিল?
- ৩৬০ টি মূর্তি।
- হিন্দুরা মুর্তি রাখে কোথায়?
- মন্দিরে।
- ৩৬০ টি মূর্তি কোথায় রাখা ছিল?
- কাবা ঘরে।
- কোন প্রধান দেবতার মূর্তি ছিল?
- চন্দ্র দেবতা হাবলের।
- আরো কোন কোন উল্লেখযোগ্য দেব-দেবীর মূর্তি ছিল?
- লাত, উজ্জা ও মানাত।
- লাত, উজ্জা ও মানাতের পরিচয়?
- তারা চন্দ্র-দেবতা এবং সূর্য-দেবীর মেয়ে সন্তান।
- তিনশ ষাটটি মূর্তি ভাঙলেও মোহাম্মদ কোন পেইন্টিং এবং আইকনগুলো ভাঙেনি?
- ইব্রাহিম, মেরী এবং যিশুর।
- খাদিজার চাচাত ভাইয়ের নাম কী?
- ওরাকা বিন নওফেল।
- সে কোন ধর্মের অনুসারী ছিল?
- জন্মসূত্রে খ্রিষ্টান।
- তাইলে খাদিজা কোন ধর্মের অনুসারী ছিল?
- যেহেতু চাচাত ভাই জন্মসূত্রে খ্রিষ্টান, সেহেতু...
- মোহাম্মদের দাদা কোন ধর্মের অনুসারী ছিল?
- পৌত্তলিক ধর্ম।
- সে কিসের উপাসনা করত?
- দেব-দেবীদের।
- সে সময়ে কাবা ঘরে কী ছিল?
- ৩৬০ টি মূর্তি।
- সূরা ফিল-এ বর্ণিত আবরাহা বাদশা কখন কাবা আক্রমণ করেছিল?
- আব্দুল মুত্তালিবের সময়ে।
- আবদুল মুত্তালিবের সময়ে কাবায় কী ছিল?
- ৩৬০ মূর্তি।
- যেখানে পৌত্তলিকদের মূর্তি থাকে, সেটাকে কী বলা হয়?
- টেম্পল বা মন্দির।
- সে সময়ে কাবা ঘর তাহলে কী ছিল?
- কমু না! বুইজ্জা লন।
- আবরাহা বাদশা যখন কাবা আক্রমণ করতে এসেছিল, তখন কাবা ঘরে কী ছিল?
- ৩৬০ মূর্তি।
- আবরাহা বাদশাহের আক্রমণ ঠেকাতে আল্লাপাক কী পাঠিয়েছিল?
- আবাবিল পাখি।
- কেন পাঠিয়েছিল?
- কাবাঘরকে বাঁচাতে।
- কাবা ঘর তখন কী ছিল?
- পৌত্তলিকদের মন্দির।
- কয়টা মূর্তি ছিল?
- ৩৬০ টা।
- তার মানে, আল্লাপাক একটা পৌত্তলিক মন্দির এবং তিনশ ষাটটি মূর্তিকে বাঁচাতে আবাবিল পাখি পাঠিয়েছিল?
- নাউজুবিল্লা! দূর মিয়া! আম্নে মুসল্মান্দের চাইতে বেশি বোজেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন