আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

রবিবার, ৩১ জানুয়ারী, ২০১০

ইসরাইল আর প্যালেস্টাইনের জন্য শান্তিসঙ্গীত


দা-কুড়াল সম্পর্ক / আদায়-কাঁচকলায় / সাপে-নেউলে / ইহুদি-মুসলমানে... সবই সমার্থক আসলে।


প্রসঙ্গত একটি গানের কথা মনে পড়লো। টিম মিনচিনের গাওয়া। তাঁর গাওয়া যে-গানটি শুনেই ভক্ত হয়ে গিয়েছিলাম তাঁর মৌলিকত্ব, অভিনবত্ব আর অসাধারণ রসবোধের, সেটিই দিয়েছিলাম ধর্মকারীর প্রথম সঙ্গীত-পোস্টে। আজ দিচ্ছি ইসরাইল আর প্যালেস্টাইনের জন্য তাঁর রচিত একটি গান।


গানের কথাগুলো এরকম:

We don't eat pigs,
You don't eat pigs,
It seems it's been that way for ever
So if you don't eat pigs,
And we don't eat pigs,
Why not not eat pigs together?

বিশ্বাসীদের বিলবোর্ড


নিরীহ নিরীশ্বরীয় বাণীসম্বলিত বিলবোর্ডগুলোর (প্রাসঙ্গিক পোস্ট দেখুন এখানে) জবাবে বিশ্বাসীদের বিলবোর্ড কেমন হতে পারে, তা কল্পনা করেছেন কার্টুনিস্ট।



আত্মপীড়ন ও ঈশ্বর-সংসর্গ


মর্ষকামী (masochist) তাকেই বলা হয়, যে প্রণয়ী বা প্রণয়িণী কর্তৃক নিপীড়িত হয়ে আনন্দ (মূলত যৌনানন্দ) লাভ করে থাকে। কিন্তু আত্মপীড়নে কেউ সুখ বা তৃপ্তি পেলে তাকে কী বলা যাবে? স্বমর্ষকামী? আত্মমর্ষকামী?


প্রয়াত ক্যাথলিক পোপ জন পল ছিলেন তেমন। তিনি নিজেকে বেত্রাঘাত করতেন ঈশ্বরের আরও নিকটবর্তী হবার জন্যে। যৌনানন্দের চিন্তা মাথায় আনবেন না। সে-বিষয়ে কিছুই বলা হয়নি। আর তাছাড়া প্রকৃত খ্রিষ্টান হবার জন্য আত্মনিপীড়িন যথার্থ পদ্ধতি বলে তিনি মনে করতেন।

মূল খবর এখানে

নাস্তিক্যবাদের কাব্য


বড়োই চমৎকার লাগলো ভিডিওটি। ঠিক যে-কথাগুলো আমি বলতে চাই নির্ধর্মী হিসেবে।




Atheism offers nothing to me,

it never has and it never will,
it doesn't make me feel good or comfort me,
it's not there for me when I'm sick or ill,
it won't intervene in my times of need or it won't protect me from hate,
it doesn't care if I fail or succeed,
it won't wipe the tears from my eyes,
it does nothing when I have got nowhere to run,
it won't give me wise words or advice,
it has no teachings for me to learn,
it can't show me what's bad or nice,
it's never inspired or excited anyone,
it won't help me fulfill all my goals,
it won't tell me to stop when I'm having fun,
it's never saved one single soul,
it doesn't take credit for everything I achieve,
it won't make me get down on bended knee,
it doesn't demand that I have to believe,
it won't torture me for eternity,
it won't teach me to hate or despise others,
it can't tell me what's right or wrong,
it won't tell anybody that the can't be lovers,
it's told no one they don't belong,
it won't make you think life is worth living,
it has nothing to offer me, that's true,
but the reason Atheism offers me nothing is because I've never asked it to,
Atheism offers nothing because it doesn't need to,
Religion promises everything because you want it to,
You don't need a Religion or to have faith,
You just want it because you need to feel safe,
I want to feel reality and nothing more,
But atheism offers me everything,
that religion has stolen before. 



অডিও ভার্শন:


শনিবার, ৩০ জানুয়ারী, ২০১০

আল্লাহর অস্তিত্বের প্রশ্নাতীত প্রমাণ

The Complete Encyclopaedia of the Evidence for God নামে একটা ই-বুক হাতে পেয়ে ঈশ্বর-অবিশ্বাস টলে গেছে আমার।



আল্লাহ নেই বলে যতো চিৎকারই আমরা, নির্ধর্মীরা, করি না কেন, তিনি আছেন। প্রমাণ চাইলে ই-বুকটি ডাউনলোড করে নিন এখান থেকে। সাইজ: মাত্র ৩৪০ কিলোবাইট, পৃষ্ঠাসংখ্যা: ১৪৫।

পুরো বই পড়ার সময় বা ধৈর্য না থাকলে অন্তত সূচিপত্র মন দিয়ে দেখে নিয়ে সব পাতায় চোখ বুলিয়ে তারপর উপসংহারটি (১৩৮তম পৃষ্ঠা) মনোযোগ দিয়ে পড়বেন সবাই, সেই অনুরোধ রইলো।

বিল মার মার কাটকাট - ০৪


বিশ্বাস বনাম জ্ঞান:


নিজের প্রাণরক্ষায় প্রাত্যহিক প্রাণীহত্যা


ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে নিজেকে বাঁচাতে ফাকিস্তানের রাষ্ট্রপতি প্রায় প্রতিদিন একটি করে ছাগল সদকা দেন। খবর রয়টারের। "আমি পশুবধ করলে আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবো এবং তিনি সমস্ত অশুভ শক্তির হাত থেকে আমাকে বাঁচাবেন" – কেবল নির্বোধ আর মস্তিষ্কবিকারগ্রস্তের পক্ষেই এমন বিশ্বাসে আস্থা রাখা সম্ভব।

দুষ্টচক্র – ০২





শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১০

আল্লাহ অপেক্ষা সেক্স উত্তম


আল্লাহ অপেক্ষা সেক্স উত্তম, কারণ:

১. সেক্স হয় মূলত পারস্পরিক সম্মতির ভিত্তিতে। আল্লাহ আপনার-আমার সম্মতির ধারও ধারে না।

২. সেক্সে second coming-এর জন্য সহস্র বছর অপেক্ষা করতে হয় না।

৩. সেক্সের সময় “ওহ্ গড” বলা যায়। প্রার্থনার সময় “ওহ্ ফাক” বলা যায় না।

৪. সেক্সের ফলাফল হতে পারে নতুন জীবন। আর আল্লাহর হুকুমে অনেকেই হয় আত্মঘাতী সন্ত্রাসী। আর আল্লাহর কারণেই মানবজাতির ইতিহাসে লক্ষ-কোটি প্রাণ ঝরেছে।

৫. যুগ-যুগ ধরে আল্লাহর কাছে মোনাজাত করেও রাগমোচন (orgasm) সম্ভব নয়।

৬. সেক্স না করলেও মৃত্যুর হুমকি দেয় না কেউ ।

৭. সেক্স বাস্তব ও তার অস্তিত্ব আছে। এবং তা প্রমাণ করা সম্ভব।

৮. সেক্স ছাড়া মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আল্লাহর থাকা বা না-থাকায় কিচ্ছু যায় আসে না।

৯. সেক্স করার জন্যে হাজার বছরের পুরনো বই পড়ার প্রয়োজন হয় না।

১০. জামাতে উপাসনার চেয়ে জামাতে সেক্স (group sex) শ্রেয়।

১১. সেক্সের পার্টনার বদল করা যায়। ঈশ্বর বদলানোর চেষ্টা করে দেখুন! (নিচের পোস্ট দ্রষ্টব্য)

১২. সেক্সহীন জীবন নরকের মতো। আর ঈশ্বরহীন জীবন স্বর্গের মতো।

বেহেশত গমনের পথ সুগম করতে নবীর তরিকা


অন্য ধর্মে বিশ্বাসী কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে পারলে পরকালে বেহেশত গমনের পথ সুগম হয় – এই বালখিল্য ধারণার বশবর্তী হয়ে মুসলমানেরা জোর-জবরদস্তি করে, হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে হলেও ছওয়াব কামানোয় মত্ত থাকে। তবে কেউ যদি ইসলাম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করে, তাঁকে অনেক সময় প্রাণও দিতে হয় এই মুসলমানদের হাতেই।

এরকম এক ঘটনা ঘটেছে সোমালিয়ায়। মুসলমানত্ব ত্যাগ করে খ্রিষ্টান হবার "অপরাধে" ইসলামী জঙ্গিরা গুলি করে মেরেছে মোহম্মদ আহমেদ আলীকে এবং তাঁর স্ত্রীকেও হত্যার হুমকি দিয়েছে। বিস্তারিত খবর পড়ুন এখানে

আর এখানে পড়ুন, সৌদি আরবে কীভাবে হুমকি দিয়ে, ব্ল্যাকমেইল করে ফিলিপাইনীদের খ্রিষ্টধর্ম ত্যাগ করতে বাধ্য করে মুসলমান বানানো হচ্ছে।

আসলে মুসলমানদের প্রত্যক্ষভাবে দোষারোপ করা যায় না। কারণ ইসলামের যুদ্ধবাজ পয়গম্বর নিজেই অন্য ধর্মে বিশ্বাসীদের বা অবিশ্বাসীদের "আল্লাহর পথে" আনতে যুদ্ধচর্চা করেছেন, হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। তাই তাঁর অনুসারীরা যা করছে, তাতে তাদের অশেষ ছওয়াব হাসিল হওয়ারই কথা।

একবার এক ইহুদিকে মুসলমান বানাতে নবী কেমন ভয়াবহ ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন, ভিডিওতে দেখুন।

বিশ্বাসীদের চিন্তাভীতি কেন?


নির্ধর্মীরা নির্দ্বিধায় ও নিঃশঙ্কচিত্তে মুক্তচিন্তাচর্চা করতে পারে। বিশ্বাসীরা পারে না। কারণ বিশ্বাস সব সময়ই চিন্তাকে শৃঙ্খলিত করে রাখে।


প্রাসঙ্গিক আরও একটি।



ধর্মান্ধকারে কারেন্ট এলো – এডওয়ার্ড কারেন্ট


নিবেদিতপ্রাণ খ্রিষ্টান হবার ভান করে বড়ো অভিনবভাবে খ্রিষ্টধর্মকে কটাক্ষ করে থাকেন এডওয়ার্ড কারেন্ট। তেতাল্লিশ বছর বয়সী আমেরিকান নাস্তিক। ২০০৭ সালে তৈরি তাঁর প্রথম ভিডিও The Atheist Delusion দেখে (এখন পর্যন্ত দেখা হয়েছে এগারো লক্ষাধিকবার) অনেক ধর্মবিশ্বাসী তাঁকে ধর্মপ্রাণ ভেবে বিভ্রান্ত হয়েছিলেন!



তাঁর আরও একটি চমৎকার ভিডিও



বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১০

কার্টুনে কার কথা?


একটা কার্টুন ছবি দেখা যাক। Coyote and Road Runner সিরিজের সঙ্গে নিশ্চয়ই পরিচিত অনেকেই। কিন্তু ধর্মকারীতে এই কার্টুন কেন? উত্তর পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখলে। দৈর্ঘ্য - দুই মিনিট নয় সেকেন্ড।



একজনের বিশ্বাস, অন্যের বিনোদন


ক'দিন আগেই যিশুর অবয়ব দেখা গেল টয়লেটের প্যানে (যিশু আবার দেখা দিয়েছেন পোস্ট দ্রষ্টব্য)। এবার এক চার্চের ফোয়ারায় তাঁর কুমারী মা এসে হাজির!



"আমি সব দেখে-শুনে ক্ষেপে গিয়ে" আগে-পোস্ট-করা মাতা-পুত্রের দু'খানা ছবি আবার প্রকাশ করছি। ধর্মকারীর নতুন পাঠক-পাঠিকারা এই দুই মাস্টারপিস থেকে বঞ্চিত হবেন, তা কি হয়?



ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস


কিছুই বদলায়নি আসলে...


পোপমোবাইল প্যারোডি


ভ্যাটিক্যানের পোপের ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত গাড়িটি পোপমোবাইল (popemobile) নামে পরিচিত। চারপাশে বুলেটপ্রুফ কাচ দিয়ে ঘেরা একটি কক্ষে বসে পোপ জনতার অভ্যর্থনার উত্তর দেন।


ছবিটি ব্যবহার করে নির্ধর্মীদের বানানো একটি পোস্টার দেখুন।


শুধু পোস্টার বানিয়েই ক্ষান্ত দেয়নি বেদ্বীনেরা! পোপমোবাইলের অনুকরণে একটি গাড়ি বানিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে Mardi Gras Parade-এ অংশও নিয়েছে। খবর এখানে



বুধবার, ২৭ জানুয়ারী, ২০১০

ধর্মে যা আছে






* প্রথম ছবিটি পাঠিয়েছেন O'neel Bd

বিশ্বাসে মেলায় বস্তু... বস্তুটি কি গোবর?


মস্তিষ্ক-প্রক্ষালন ছাড়া ধর্মবিশ্বাস সম্ভব নয় বটে, তবে প্রক্ষালন-প্রক্রিয়াটি কখনও এতোটা ব্যাপক ও গভীর হয় যে, বিশ্বাসের সামনে তুচ্ছ বিচারবুদ্ধি ও সাধারণ জ্ঞান সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে পড়ে। নিচের ভিডিওতে দেখুন, ৯/১১- র বিপর্যয় এবং ইরাকে আমেরিকান সৈনিকদের নিহত হবার ঘটনায় ঈশ্বরকে হাস্যমুখে ধন্যবাদ জ্ঞাপন করছে ধর্মোন্মাদ আমেরিকান খ্রিষ্টান মহিলা! এমনকি ফক্স নিউজের মতো খ্রিষ্টধর্মপরায়ণ চ্যানেলও রীতিমতো বিব্রত!



ডেইলি টেলিগ্রাফ: বাংলাদেশে ধর্ষিতাকে ১০১ বেত্রাঘাত


বলেন, সোবহানাল্লাহ! বিশ্বে দেশের মুখোজ্জ্বলকারী এমন ঘটনা এই প্রথম নয় অবশ্যই। এবং আরও ঘটবে ইনশাল্লাহ। যথারীতি ফতোয়াবাজদের কাজ। এবং শান্তির ধর্মে বিশ্বাসীরাও যথারীতি বলবেন, এতে ইসলামের কোনও ভূমিকা নেই। সত্যিই তাই? তাঁরা সেটাই বিশ্বাস করেন এবং করতে বলেন? হায় রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ...


প্যাট্রিক কন্ডেল: আমাদের লোক – ০৭


সেক্যুলারিজমকে ধর্মগুলো এতো ভয় পায় কেন? প্যাট্রিক কন্ডেল তাঁর স্বভাবসিদ্ধ শাণিত, লক্ষ্যভেদী ভাষায় ও আকর্ষণীয় বাচনভঙ্গিতে তা বিশ্লেষণ করছেন। "সেক্যুলোফোবিয়া" নামের একটি শব্দও প্রচলন করছেন তিনি।

ভিডিওটি ২০০৮ সালের এবং তা সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।



মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১০

আত্মবিশ্বাস ও ঔদ্ধত্য


এই লোকটির ভক্ত হয়ে পড়ছি ক্রমশ। অবশ্য এর আগে পোস্ট করা একটি ভিডিও দেখার পরে তার ভক্ত না হওয়াটাই কঠিন।

বর্তমান ভিডিওটির প্রথম দুই মিনিট আমার বেজায় প্রিয়।



সচিত্র হা-হা-হাদিস – ০৩


কুত্তা ক্যান "আল্লাহ" কয়?

"ভূতের মুখে রাম নাম"-এর সমার্থক বাক্য হতে পারে "কুত্তার মুখে আল্লাহ নাম"। অন্তত আজ খোমাখাতায় একটা ভিডিও দেখে সে-কথাই মনে হলো। বাংলাদেশেই এক বাচ্চা-কুকুর প্রায় অবিরামভাবে একই জাতীয় একটা শব্দ উচ্চারণ করে চলেছে এবং শুনলে তা সত্যিই "আল্লাহ" মনে হয়। মন্তব্য করতে গিয়ে ভক্তকুল গদগদ হয়ে "সুবহানাল্লাহ" বলে চলেছে। একজন তো বলেই বসলো, এই ঘটনা সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে অজস্র প্রমাণের একটি উদাহরণ! হাসুম, না কান্দুম, বুজিতেসি না!

কারণ ইসলাম ধর্মে কুকুর যে অতি অপাংক্তেয় ও অস্পৃশ্য একটি প্রাণী, সে-কথার উল্লেখ আছে হাদিসে একাধিকবার। সেই কুকুর কেন আল্লাহভক্ত হবে! নবীজির তো রীতিমতো কুকুরবিদ্বেষ ছিলো! কুকুরের মতো নিরীহ ও উপকারী প্রাণীর প্রতি "শান্তির নবী"-র এমন হিংস্র মনোবৃত্তির কারণ একটাই হতে পারে: হালারে কখনও কুত্তায় কামড়াইসিল!

হাদিস থেকে উদ্ধৃতি:

Bukhari vol IV, no. 539
Narrated Abu Talha: The Prophet said, “Angels do not enter a house which has either a dog or a picture in it.”

Bukhari vol IV, no. 540
Narrated Abdullah bib Umar: “Allah’s Apostle ordered that the dogs should be killed.

Muslim vol I, no. 551
Ibn Mughaffal reported: The Messenger of Allah ordered killing of the dogs, and then said: “What about them, i.e., other dogs?” and then granted concession to keep the dog for hunting and the dog for the herd and said: “When the dog licks the utensil, wash it seven times and rub it with dirt the eighth time.”

Muslim vol III, no 3809
Ibn ‘uMar reported Allah’s Messenger giving command for killing dogs.”

Muslim vol III, no 3810
Ibn ‘uMar reported: Allah’s Messenger ordered us to kill dogs and he sent men to the corners of Medina that they (i.e., the dogs) should be killed.

Muslim vol III, no 3813
Abu Zubair heard Jabir b. Abdullah saying: Allah’s Messenger ordered us to kill dogs and we carried out this order so much that we also killed the dog coming with a woman from the desert. He said, “It is your duty to kill the jet-black dog having two spots, for it is the devil.”


(ছবিতে ক্লিক করে পূর্ণ আকারে দেখুন)

সংযোজন:
পোস্টটি প্রকাশের পর O'neel Bd একটি মজাদার ভিডিওর সন্ধান দিলেন। কুকুর-বেড়ালের "কথা"-র সংকলন।


সোমবার, ২৫ জানুয়ারী, ২০১০

মাথায় কতো প্রশ্ন আসে...


গান দেয়া হয় না বেশ কিছুদিন। আজ শোনা যাক আশির দশকে সাড়া-জাগানো একটি ঈশ্বরবিরোধী গান। লিরিকস এমবেড করা আছে।



নির্ধার্মিক মনীষীরা – ১৩


আপনার কাছে আমি নাস্তিক, তবে ঈশ্বরের কাছে – দায়িত্ববান বিরোধীপক্ষ।
উডি অ্যালেন (১৯৩৫, তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী আমেরিকান চিত্র পরিচালক, অভিনেতা, জ্যাজ মিউজিশিয়ান, কমেডিয়ান ও নাট্যকার।)


সব ধর্মই জোনাকি পোকার মতো। ঔজ্জ্বল্য প্রদর্শনের জন্য তাদের প্রয়োজন অন্ধকার।
Arthur Schopenhauer (১৭৮৮-১৮৬০, জার্মান দার্শনিক)


আত্মসম্মানবোধ ও সাধারণজ্ঞান নেই যে-ঈশ্বরের, তাকে আমি বিশ্বাস করতে পারি না।
উইলয়াম সমারসেট মম (১৮৭৪-১৯৬৫, ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক, ছোটগল্প লেখক), The Summing Up (1938), quoted from George Seldes, editor, The Great Thoughts (1985)

Muhammad sucks! আক্ষরিক অর্থেও!


ইসলামের নারীবাজ ও শিশুকামী পয়গম্বরের আরও একটি কাহিনী শুনুন। হাদিসসহ কমপক্ষে কুড়িটি ইসলামী সূত্রমতে – তিনি বালক-বালিকাদের জিভ লেহন করতেন। অবিশ্বাস্য? ভিডিও দেখুন। মূল আরবি ভার্শন এবং প্রয়োজনীয় সূত্র উল্লেখ করা আছে।



ধর্মবিরোধিতা – অস্বাভাবিকতার লক্ষণ!





যিশুভক্ত সুজির গল্প


অতীব চমৎকার অ্যানিমেটেড গল্প। অবশ্য দ্রষ্টব্য।



God নাকি আল্লাহ নয়!


মালয়েশিয়ার খ্রিষ্টানরা ইসলামপূর্ব সময় থেকে তাদের ঈশ্বরকে "আল্লাহ" সম্বোধন করে আসছে। কিন্তু "আল্লাহ" শব্দটি অন্যের সাথে ভাগাভাগি করতে রাজি নয় মুসলমানেরা। তবে সেটির একচেটিয়া অধিকার তারা নিজেদের দখলে রাখতে চাইলেও নববর্ষের প্রাক্কালে আদালত রায় দিয়েছিল এই মর্মে যে, মালয়েশিয়ার রোমান ক্যাথলিকরা আল্লাহ শব্দটি ব্যবহার করতে পারবে। তখন সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানানোর সিদ্ধান্ত নিয়েছিল। প্রাসঙ্গিক একটি পোস্ট আগে প্রকাশিত হয়েছিল ধর্মকারী-তে।

ঘটনাটি সম্প্রতি নতুন মোড় নিয়েছে। ইসলামী পণ্ডিতেরা বলছেন, "আল্লাহ" শব্দটি God-এর যথাযথ অনুবাদ নয়! লে হালুয়া! তাইলে সংকটের মুহূর্তে আমি কারে ডাকুম?

রবিবার, ২৪ জানুয়ারী, ২০১০

ফলের রসের মৃত্যু চাই!


ছবিটিকে অনেকেই "ফেইক" মনে করে। আদতে তা নয়। ২০০৮ সালের ২৮ ডিসেম্বরে ম্যানহাটনে প্যালেস্টাইনের সমর্থনে অনুষ্ঠিত মিছিলে শ্মশ্রুমণ্ডিত ঈমানদার এক ভাইকে দেখা গেছে এই প্ল্যাকার্ড হাতে।


ওরাংওটাং আর কুকুর


আদায়-কাঁচকলায় সম্পর্কের দুই প্রাণীর ভেতরে বন্ধুত্বের খবর আমরা সবাই পড়েছি এবং ভিডিওও দেখেছি অনেকে। তবে বিচিত্র বন্ধুত্বের এই ভিডিওটি আমাকে বিস্মিত করেছে ভীষণভাবে। মানুষ আর কুকুরের সম্পর্কের সাথে এই ওরাংওটাং আর কুকুরের সম্পর্কের কী অবিশ্বাস্য সামঞ্জস্য! ওরাংওটাং আমাদের নিকটাত্মীয় না হয়েই পারে না (প্রাসঙ্গিক ভিডিও) ।

ধর্মকারী'র চরিত্রের সাথে ন্যাশনাল জিওগ্রাফিকের এই ভিডিও প্রত্যক্ষভাবে সাযুজ্যপূর্ণ নয় হয়তো। তবে বিবর্তনবাদ মেনে নিতে ধর্মগুলোর ধনুর্ভঙ্গ কিন্তু ভিত্তিহীন অনীহা ভিডিওটিকে এই সাইটের উপযোগী করে তুলেছে বলে বোধ হয়।


বাইবেলের বদলে বদ-পত্রিকা


খবরটা অনেক পুরনো। ২০০৫ সালের।

টেক্সাসের সান-আন্তোনিও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নাস্তিক ছাত্র একটা টেবিল বসিয়ে প্রাপ্তবয়স্কদের পত্রিকা বিলি করেছে বাইবেলের বিনিময়ে। অর্থাৎ বাইবেল জমা দিন, বদ-পত্রিকা নিয়ে যান। বেশ কয়েকজন ছাত্র বাইবেলের বিনিময়ে পর্নোপত্রিকা সংগ্রহ করেছে বলে খবরে প্রকাশ।

এছাড়া এক জার্মান ছাত্র বাইবেলে বর্ণিত কাহিনী অবলম্বনে একটি ইরোটিক ক্যালেন্ডার প্রকাশ করেছে।

বিশ্বাসরহস্য


ধর্মের মতো উদ্ভট ও আজগুবি অনেক ব্যাপারে মানুষ বিশ্বাস করে কেন, সে-বিষয়ে আলোকপাত করছেন আমেরিকার স্কেপটিকস সোসাইটির প্রতিষ্ঠাতা, স্কেপটিকস পত্রিকার প্রধান সম্পাদক, বিজ্ঞান-বিষয়ক লেখক Michael Shermer

লক্ষ্য করুন, ভিডিওটি সাবটাইটেলসহ দেখার ব্যবস্থা আছে।



শনিবার, ২৩ জানুয়ারী, ২০১০

কামসূত্রের নতুন আসন: উপরে আল্লাহ, নিচে...




হুমায়ুন আজাদের ধর্মবিরোধী প্রবচনগুচ্ছ – ০৬


১৬. মসজিদ ও মন্দির ভাঙার সময় একটি সত্য দীপ্ত হয়ে ওঠে যে আল্লা ও ভগবান কতো নিষ্ক্রয়, কতো অনুপস্থিত!


১৭. পাপ কোনো অন্যায় নয়, অপরাধ অন্যায়। পাপ ব্যক্তিগত, তাতে সমাজের বা অন্যের, এমনকি নিজেরও কোনো ক্ষতি হয় না; কিন্তু অপরাধ সামাজিক, তাতে উপকার হয় অপরাধীর, আর ক্ষতি হয় অন্যের বা সমাজের।


১৮. ভাবাদর্শগত জীবন হচ্ছে বন্দী জীবন। মানুষ জীবন যাপনের জন্য জন্মেছে, ভাবাদর্শ যাপনের জন্য জন্মেনি।

আরবীয় ঐতিহ্যবাহী বর্বরতা এবং অন্তহীন অন্ধকারে আবছা আলোর রেখা


স্কুলে নিষিদ্ধ মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে তেরো বছরের স্কুলবালিকাকে নব্বইবার বেত্রাঘাত ও দু'মাসের জেল দিতে পারে কোন দেশের আদালত? অবশ্যই কোনও মুসলমান দেশের। এক্ষেত্রে সেটি সৌদি আরব। পাথর ছুঁড়ে হত্যা ও হাত কেটে ফেলা শাস্তির চর্চা হয় যেসব-দেশে, যে-দেশগুলোয় ধর্ষিতাই অপরাধী সাব্যস্ত হয়ে শাস্তিভোগ করে, সেখানে এই শাস্তি তো একেবারেই নগণ্য! হায় ইসলাম!



ধর্মবিশ্বাসীকে অন্ধকারে ধরে রাখাই ধর্মের মূল উদ্দেশ্য। কারণ ধর্মের সবচেয়ে বড়ো শত্রু - তথ্যলব্ধ জ্ঞান ও যুক্তি। মনে পড়ে "হীরক রাজার দেশ"-এর সেই অবিস্মরণীয় সংলাপ: "এরা যতো বেশি পড়ে, ততো বেশি জানে, ততো কম মানে"।

তবে ঘোর অন্ধকারাচ্ছন্ন এই দেশেও অতি মৃদু আলোর রেখা ফুটে উঠছে। আরবের মতো দেশেও নাস্তিকদের দেখা পাওয়া যাচ্ছে। ইন্টারনেটের অবাধ তথ্যপ্রবাহ ধর্মের জন্য কতোটা হুমকি হয়ে দাঁড়িয়েছে, তা উদ্বিগ্ন ইসলামবিদের মুখেই শুনুন।



আরেক ইসলামবিদ মনে করেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ইসলামের নানান ঐতিহ্যের অযৌক্তিক সমালোচনা ও ব্যঙ্গ করা হচ্ছে নানান মিডিয়ায়। উদাহরণ হিসেবে বলেন, চৌর্যবৃত্তির অপরাধে হাত কেটে ফেলার চর্চা বাদ দিলে চোরের সংখ্যা বেড়ে যাবে। এছাড়া ধর্ম বিষয়ে উন্মুক্ত আলোচনা ও বিতর্ক ব্যাপারটিও ভয়ংকর। কারণ, তাঁর মতে, মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার কুফল হিসেবে শুরু হয়েছে বিশ্বাসের স্বাধীনতার চর্চা।



শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১০

আল্লাহর messenger অপেক্ষা ইয়াহু messenger উত্তম

(হঠাৎ করেই আইডিয়াটি এসেছিল মাথায়: আল্লাহর messenger অপেক্ষা ইয়াহু messenger উত্তম। ভাবলাম, পাঠকদের ইনপুট আহ্বান করা যেতে পারে। সাহস করে এক পোস্টে উল্লেখও করলাম সে-কথা। এবং সাড়া পেলাম প্রত্যাশার চাইতে অনেক বেশি। সবাইকে অজস্র ধন্যবাদ।)


খারাপ মানুষ:

১. আল্লাহর messenger অপেক্ষা ইয়াহু messenger উত্তম কারণ আল্লাহের মেসেজ্ঞার হিসেবে শুধু পুরুষ ফেরেস্তাই/মানুষ নিযুক্ত, কিন্তু ইয়াহু messenger এ নারীরাও অংশ গ্রহণ করে।

২. আল্লাহের মেসেঞ্জাররা শুধু আরবেই মেসেজ প্রেরণ করেছেন, কিন্তু ইয়াহু মেসেঞ্জার সমগ্র ভূবন ব্যাপিয়া মেসেজ আদান প্রদান করছে।

শুভ্র:

৩. ইয়াহু messenger এ বিপরিত লিঙ্গের প্রতি প্রেম নিবেদন করা যায়, কিন্তু আল্লাহর messenger এ এই সুযোগ নাই।

৪. ইয়াহু messenger এর কাজ হলো শত্রু কমানো আর বন্ধুত্ব বাড়ানো, আর আল্লাহর messenger এর কাজ বন্ধু কমায়ে শত্রু আর যুদ্ধ বাড়ানো।

৫. আল্লাহর messenger নাকি একাধিক বিয়ে করেছিলেন (৯ বছরের বাচ্চা সহ) কিন্তু ইয়াহু messenger এ এরকম কোনো সম্ভবনা নাই। এমনকি যদি কোনো মেয়ের সাথে লাইন মারতে যাই তাহলে IP সহ ব্যান খাওয়ার সমূহ আশংকা আছে।

৬. ইয়াহু messenger এ আস্তিক-নাস্তিক সকল প্রকার লোকের সমাগম হয়, কিন্তু আল্লাহর messenger এর কাছে শুধু মাত্র এক প্রকার লোকের আনাগোনা, অন্যান্য ধর্মের লোকদের শাস্তি শুধুমাত্র মৃত্যুদন্ড।

৭. আল্লাহর meesenger যা বলেন তাই নাকি হাদিস, আর যা করেন তাই নাকি উদাহরন, আফশুস যে ইয়াহু messenger এ এত কিছু বলার পর কেউ বানী চিরন্তনীতে দূরে থাক, মনেও রাখলো না। আর ওয়েব ক্যামে কতকিছু দেখলাম আর দেখালাম, কেউ জিজ্ঞাসও করলোনা।

৮. আল্লাহর messenger এর বিরুদ্ধে কিছু বললে সে কাফির, কিন্তু ইয়াহু messenger এ এই রকম কোন সমস্যা নাই।

৯. আল্লাহর messenger এর খানা-পিনা হাগা-মুতা সবই করতে হয়, কিন্তু ইয়াহু messenger এইসব থেকে মুক্ত।

নামহীন:

১০. ইয়াহু মেসেঞ্জার আপডেট হয়, ১৪০০ বছর ধইরা আল্লাহর মেসেঞ্জারের কোন আপডেট নাই।

১১. ইচ্ছে করলেই ইয়াহু মেসেঞ্জার ডিলিট করে দেয়া সম্ভব।

তমাল:

১২. ইয়াহু মেসেঞ্জারের উপর ওহি নাজেল হয় না (আল্লাহ বাঁচাইছে!)।

শাফায়েত

১৩. ইয়াহুতে জিবরাইলের মত জ্বিন-ভূত দ্বারা বার্তা আদান-প্রদান হয় না।

১৪. বার্তা আসার সময় নাকি শীতের মধ্যেও মুহম্মদ ঘেমে যেত, ইয়াহু ব্যবহার করলে এ সমস্যা তার হত না।

লাইট ম্যান

১৫. আল্লাহর messenger এ এক জন বির্ধমী কোনো মুসলমান ছেলে/মেয়েকে বিয়ে করতে চাইলে তাকে খাঁটি মুসলমান হতে হয় ইয়াহু messenger এ পার্বতী বা দেবদাস হওয়াই যথেষ্ট।

১৬. বাবা কেন চাকর- সুপার ডুপার হিট ছবিটি নিয়ে ইয়াহু messenger কোন কমেন্ট নাই আর আল্লাহর messenger এর পুত্র বধু কেন নিজের বধু- সুপার ফ্লপ নিয়েই যত আপত্তি বিপত্তি এবং সব শেষে নানা হাসি তামাসার উৎপত্তি।

সৈকত

১৭. আল্যা সব জায়গায় আছেন বলার পরো আল্যার messenger নাকি বোরাক চইড়া সাত আসমান পাড়ি দিয়া মেরাজে গিয়েছিলো, ইয়াহু messenger খারাপ হতে পারে তবে কখনো মেরাজে যাইতে শুনি নি।

১৮. ইয়াহু messenger আল্যার messenger এর মত এত বড় ডাকাত কোনদিনো হতে পারবে না। আল্যার messenger জীবনের শেষদিন পর্যন্ত যুদ্ধ আর ডাকাতি নিয়ে ব্যাস্ত চিলো।

অভিষেক

১৯. ইয়াহু messenger থেকে ইচ্ছামত লগইন-লগআউট করা যায়, কিন্তু আল্লাহ'র messenger-এর কাছ থেকে এই কাজ করার আগে জীবনের মায়া ত্যাগ করা আবশ্যক।

রজনীকান্ত

২০. ইয়াহু messenger-এ চ্যাট (ইংরেজি) করা যায়। আল্লাহর messenger-এর কাছ থেকে কীভাবে চ্যাট(বাংলা)-এর বাল কামাতে হয়, তা শেখা যায়।

২১. ইয়াহু messenger-এর পথে থাকলে মানুষের সময় নষ্ট হয়। আল্লাহর messengerএর পথে থাকলে মানুষের মাথা নষ্ট হয়।

২২. ইয়াহু messenger-এর ৩০ জন ইয়াহু আইডি-ধারীর সমান যৌনক্ষমতা নাই। আল্লাহর messenger-এর আল্লাহর ৩০ জন মুমিন বান্দার সমান যৌনক্ষমতা ছিল।

২৩. ইয়াহু messenger সারাদিন ইয়াহু-ইয়াহু করে মানুষের কানের পর্দা ফাটায় না। আল্লাহর messenger সারাদিন আল্লাহ-আল্লাহ করতেন এবং আরবীয় সেক্সি নারীদের পর্দা ফাটাতেন।

ধর্মপচারক

২৪. ইয়াহু messenger-এ লেখা সমস্ত কথার চ্যাট-লগ রাখা যায়। ফলে কে, কখন, কবে, কী লিখেছে, তার নিখুঁত প্রমাণ পাওয়া সম্ভব।

২৫. ইয়াহু messenger-এর লোগো হচ্ছে আকর্ণবিস্তৃত হাসি। আল্লাহর যুদ্ধবাজ messenger-এর লোগো হতে পারে শুধু তরবারি। আর তরবারি অপেক্ষা হাসি সব সময়ই শ্রেয়।

আল্লাহরে জ্বালাইয়েন না


একটু ভেবে দেখলে স্পষ্ট প্রতীয়মান হবে যে, প্রার্থনার অর্থ – নিজের তুচ্ছ প্রয়োজনে ঈশ্বরের গুরুত্বপূর্ণ পরিকল্পনায় বাগড়া দেয়া। আর সে-কারণেই, বোধ হয়, ঈশ্বর প্রার্থনার তোয়াক্কা করেন না। ব্যর্থ প্রার্থনা প্রাসঙ্গিক আরও দু'টি পোস্টার এখানে এবং এখানে

ইসলাম বনাম খ্রিষ্টধর্ম


খুবই মজাদার ভিডিও! মুসলমান আর খ্রিষ্টানের বিতর্কের মাঝখানে ইহুদির আবির্ভাব!



বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১০

ধর্মাতুল কৌতুকিম – ০৭


১৯.
– শরিয়তসম্মত স্ট্রিপটিজ নাচ কি সম্ভব?
– সম্ভব। ব্যাকগ্রাউন্ডে সুরাপাঠ শোনা যাবে এবং হিজাব-পরিহিতা নর্তকী স্টেজে এসে দীর্ঘ সময় ধরে তার আবৃত মুখমণ্ডল নগ্ন করবে।


২০.
– ক্যাথলিক ধর্মযাজক এবং ব্রনের মধ্যে পার্থক্য কী?
Acne doesn't come on your face until you've turned 13.
(ইংরেজি বাক্যটি অনুবাদ করলে কৌতুকের মজা হারিয়ে যেতো)


২১.
জাহাজ ডুবে যাচ্ছে। জাহাজের ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন যাত্রীদের:
– মোনাজাত করতে পারেন কেউ?
এক মোল্লা হাত তুলে বললেন:
– আমি পারি।
– চমৎকার! – বললেন ক্যাপ্টেন। – আমাদের একটা লাইফ-জ্যাকেট শর্ট পড়ছে। আপনি তাহলে মোনাজাত করতে থাকুন, আর বাকিরা লাইফ-জ্যাকেট পরে নিন।


আমার বোরখা-ফেটিশ – ০৪





আদম ও হিজাব-পরিহিতা হাওয়া:



কোরবানি করবা নি, ইব্রাহিম?

আল্লাহ, পয়গম্বর ইব্রাহিম ও তাঁর পুত্র অভিনীত ভিডিও 


বুধবার, ২০ জানুয়ারী, ২০১০

জঙ্গির রকমফের




পাসপোর্ট কন্ট্রোল


এয়ারপোর্টের ইমিগ্রেশনে পাসপোর্ট কন্ট্রোল বিষয়ে একটা ক্লাসিক ভিডিও।


সচিত্র হা-হা-হাদিস – ০২


ইহুদি ইঁদুর ও শূকর




(ছবিগুলোতে ক্লিক করে পূর্ণ আকারে দেখুন)

হাদিস থেকে উদ্ধৃতি:

Bukhari, vol. IV, chapter 524, p. 333 The Prophet said, “A group of Israelites were lost. Nobody knows what they did. But I do not see them except that they were cursed and transformed into rats, for if you put the milk of a she-camel in front of a rat, it will not drink it, but if the milk of a sheep is put in front of it, it will drink it.” (1) It was illegal for the Israelites to eat the meat or drink the milk of camels while they were allowed to eat the meat and rink the milk of sheep. The prophet inferred from the rats’ habit that some of the Israelites had been transformed into rats. (2) Later on the prophet was informed through inspiration about the fate of those Israelites: They were transformed into pigs and monkeys.

সূত্র: Mohammed's Believe It or Else

মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১০

গড উইল ফাক য়্যু আপ!

খুব মজাদার একখানা গান। বেশি কিছু বলার দরকার নেই। নামেই পরিচয় 

ভিডিওতে লিরিকস এমবেড করা আছে।



তবে ভিডিও দেখা যাদের জন্যে ঝক্কির ব্যাপার, তাদের জন্যে অডিও ভার্শন দেয়া হলো। লিরিকস এখানে


God Will Fuck You Up .mp3

শিশুকামী মুহম্মদের পদানুবর্তীরা


পঞ্চাশ (মতান্তরে একান্ন) বছর বয়সে ইসলামের নারীলোলুপ পয়গম্বর (প্রাসঙ্গিক আরও তিনটি পোস্ট) ছয় বছর বয়সী আয়েশাকে বিয়ে করে নয় বছর বয়সে ঘরে তুলে এনে "অনুকরণীয়" যে উদাহরণ সৃষ্টি করেছিলেন, তা সাফল্যের সাথে চর্চা করে চলেছে তাঁর আরবীয় অনুসারীরা।



আশি বছরের পুরুষের সঙ্গে এগারো বছরের মেয়ের বিয়ে প্রসঙ্গে কনের পিতার বক্তব্য: "মেয়ের বয়স নিয়ে আমার মাথাব্যথা নেই। শরীর ও স্বাস্থ্যের দিকে থেকে সে বিয়ের জন্য উপযুক্ত।"

বিস্তারিত খবর এখানে

প্রাসঙ্গিক আরও দু'টি খবর:
১. সাতচল্লিশ বছরের পুরুষের আট বছর বয়সী ডিভোর্সপ্রত্যাশী স্ত্রীর আবেদন আদালত খারিজ করে দিয়েছে দ্বিতীয়বারের মতো। আদালত জানিয়েছে, মেয়েটির বয়ঃসন্ধিপ্রাপ্তির আগে বিবাহবিচ্ছেদ সম্ভব নয়।
২. আট বছরের মেয়ে জানে না, তার বিয়ে হয়েছে আটান্ন বছরের পুরুষের সঙ্গে। এই মেয়ের ডিভোর্সের আবেদনও নাকচ হয়ে গেছে একই কারণে।

অর্থাৎ বিয়ের জন্য অনুপযুক্ত বয়স বলে কিছুই নেই, বিবাহবিচ্ছেদের জন্য আছে! মারহাবা! সকল প্রশংসা আল্লাহর!