কোথায় যেন পড়েছিলাম, ছেলে-মেয়ের কিছু কিছু যুগল নৃত্য হচ্ছে তাদের অনুভূমিক কামনার উল্লম্ব প্রকাশ। স্বীকার করতে দ্বিধা নেই, যথেষ্ট শালীনভাবে প্রতীকী যৌনকামনাপ্রকাশী এমন নৃত্যদর্শন আমার কাছে দৃষ্টিনন্দন ও উপভোগ্যই মনে হয়। তাদের খোলামেলা পোশাকের সঙ্গে চমৎকার মানিয়ে যায় তাদের স্বতঃস্ফূর্ত অঙ্গভঙ্গি।
কিন্তু আপাদমস্তক পোশাকাবৃতা হিজাবী মুসলিমাদের অংশ নেয়া এমন নাচে অবদমিত যৌনকামনাই প্রকট হয়ে উঠলো শুধু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন