শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

এতক্ষণে অরিন্দম...


অবশেষে এক পশ্চিমা রাষ্ট্রনায়ক স্পষ্টভাবে উচ্চারণ করে বললেন ইসলামী জঙ্গিবাদের হুমকির কথা। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার জানালেন, কানাডার জন্যে সবচেয়ে বড়ো হুমকি হচ্ছে 'ইসলামিসিজম' (দু'মিনিটের ভিডিও এমবেড করা আছে লিঙ্কিত সাইটে)। 

যথারীতি বিতর্ক শুরু হয়েছে তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে। অবশ্য তা তো পূর্বানুমেয়ই ছিলো।

এদিকে 'মুসলিম কানাডিয়ান কংগ্রেস' নামের সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক ফাতাহ প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত প্রকাশ করে একটি জ্বালাময়ী সাক্ষাৎকার দিয়েছেন। তাঁর বক্তব্য শুনে বড়োই বিস্মিত হয়েছি। সেটা ছিলো প্রীতিকর বিস্ময়। উইকি ঘেঁটে জানলাম, ইসলাম ধর্মানুসারী হয়েও তিনি শরিয়া আইনের বিরোধী, সমকামীদের অধিকারের সপক্ষে, রাষ্ট্র ও ধর্মের পৃথকীকরণের ঘোর সমর্থক! কয় কী ব্যাটায়! সে তো মুসলিম নামের কলঙ্ক! সঙ্গত কারণেই তিনি যথেষ্ট সমালোচিত। কারা করে এই সমালোচনা, বলে দিতে হবে না নিশ্চয়ই? 

আট মিনিটের সাক্ষাৎকারের এক জায়গায় বাংলাদেশের নামও এসেছে। খুব সুখকর প্রসঙ্গে নয় যদিও  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন