শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

ইসলামী জোশ, জিদ > বানাবেই মসজিদ


সাম্প্রতিককালে ইসলামের স্মরণীয়তম কীর্তি ৯/১১-র দশম বর্ষপূর্তি সমাসন্ন। ইসলামীরা তাদের এই মহান কীর্তি অক্ষয় করে রাখতে ঘটনাস্থল সংলগ্ন এলাকায় অর্থাৎ অতি অদূরে একখানা যেমন-তেমন নয় একেবারে মেগা-মসজিদ গড়ে তোলার পরিকল্পনা এখনও পর্যন্ত বহাল রেখেছে। শুধুই কি তাই? ফেডারেল ফান্ডের কাছে পাঁচ মিলিয়ন ডলার আব্দারও করেছে! নির্লজ্জতা ও বেহায়াপনা এদের সীমাহীন! 

নিচের কার্টুনটি অত্যন্ত প্রাসঙ্গিক ও অসাধারণ ঠেকলো। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন