আজকে লিংকম্যান কৌস্তুভ
১.
২.
একটা বেশ ভাল লেখা পড়লাম, ভারতীয় কোর্টে এক নাস্তিকের অভিজ্ঞতা নিয়ে। ভারতীয় নাস্তিক সাইট নির্মুক্ত'র হোতা নরেন্দ্র নায়কের লেখা। বিচারপতিদের ব্যবহার বেশ আশাপ্রদ। 'ঈশ্বরের নামে শপথ' না নিয়ে শুধু শপথ নিয়ে সাক্ষ্য দিতে চাইলে তাঁরা আপত্তি তো করছেনই না, বরং বিপক্ষের উকিল ত্যান্ডাইম্যান্ডাই করলে ধমকে চুপ করিয়ে দিচ্ছেন।
এখানে ফুটনোট দিয়ে দেওয়া ভাল, বহু বছর আগে ব্রিটিশ ভারতের আদালতেই বঙ্কিমচন্দ্র তাঁর বিখ্যাত চরিত্র কমলাকান্ত'কে দিয়ে 'ঈশ্বরের নামে শপথের' বদলে 'প্লেন ওথ' পড়িয়েছিলেন।
৩.
কেরালার ক্যাথলিক চার্চগুলো সে রাজ্যে খ্রিষ্টানদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে সব পরিবারকে বলেছে, পঞ্চম সন্তান উৎপন্ন করলে তাদের দশ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে। একেকটা পরিবারে তারা পাঁচটা করে বাচ্চা চাইছে, ভাবা যায়! ওদিকে কেরালা সরকারের কাছে নারী-সুরক্ষা কমিটি রিপোর্ট দিয়েছে, যে দুই-সন্তান পলিসি কঠোরভাবে জারি করতে আইন আনা হোক। তাতে হিন্দু-খ্রিষ্টান-মুসলিম সবাই ক্যাঁওম্যাঁও করে উঠেছে। 'ধর্মের সেনানী' ছাড়া তাদের ধর্মগুলো সব বাঁচবে কী করে!
৪.
'শান্তিপূর্ণ' ইহুদীরা ইসরায়েলে মুসলিম আর খ্রিষ্টান কবরগুলো ভাংচুর করে তাতে নানারকম মিষ্টভাষণ লিখে দিয়েছে।
৫.
গত ১৭-১৮ শতাব্দীতে ইতালীয় কনভেন্টের নান'দের নানাবিধ গোপন দুষ্টুমি নিয়ে একটা প্রতিবেদন। তবে আমিষত্ব কিছু নাই।
৬.
আমেরিকার অমিশ-রা বেশ নিরামিষ জীবনযাপন করে, 'ব্যাক টু দা নেচার' টাইপের। তারা ফোন, ইলেকট্রিসিটি, মোটরগাড়ি ব্যবহার করে না (ঘোড়ারগাড়ি চাপা লম্বা দাড়িওয়ালা প্রথাগত পোষাকের অমিশ পুরুষ একটা বহুলপ্রচলিত ইমেজ), বাচ্চাদের আট ক্লাসের বেশি পড়ায় না। গোঁড়া বাইবেল-অনুসারী পশ্চিমা-সংস্কৃতি-অপছন্দকারী। তো 'আধ্যাত্মিক মতপার্থক্য' নিয়ে দুইদল অমিশ মারপিট করে একে অন্যের প্রাণের ধন চুলদাড়ি কেটে দিয়েছে। (গুপ্তকেশে হাত দেয়নি ভাগ্যিস! - ধর্মপচারক)
ছবি দেখুন এখানে।
পুনশ্চ. আমি যে এইসব খবর খুঁজি, এমন তো নয়। আপনা থেকেই এসব ধর্মীয় বালছালের খবর হেডলাইন হয়ে সামনে আসে। আর প্রশংসনীয় খবর তো একটাও দেখি না। এর থেকে এই সরল সত্যটাই প্রতিষ্ঠিত হয় যে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন