গায়ের জোরে "নাস্তিক্যবাদও এক ধরনের বিশ্বাস" আখ্যা দিয়ে ফাল পাড়তে দেখা যায় কিছু বান্দাকে। কিন্তু অবিশ্বাস কী করে বিশ্বাস হতে পারে? তাহলে মদ্যপান না করাও কি একটা নেশা? স্ট্যাম্প না জমানোও হবি? খেলাধুলো না করাও এক ধরনের ক্রীড়াচর্চা?...
বস্তুত ঈশ্বরবিশ্বাসের পেছনে যথাযথ ভিত্তি ও প্রমাণ না থাকায় তাতে অনাস্থা জ্ঞাপন করাকেই নাস্তিক্যবাদ বলা হয়। বিশ্বাসের ব-ও নেই এতে। মামলা খতম।
এক খ্রিষ্টঅন্তপ্রাণ "নাস্তিক্যবাদও এক ধরনের বিশ্বাস" দাবি করে উত্তরে মসৃণ যুক্তিবাঁশের তীক্ষ্ণ-মোলায়েম স্পর্শ নিশ্চয়ই অনুভব করেছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন