আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ১১ আগস্ট, ২০১২

তিনটি সংবাদ

১. 

কোরানের বাণী: 
যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে। আল্লাহর পক্ষ থেকে হুশিয়ারী। আল্লাহ পরাক্রান্ত, জ্ঞানময়।
অতএব 'ইহা ছহীহ ইছলাম নহে' বলে ম্যাৎকার করার সুযোগ নেই, হে ছাগু সম্প্রদায়। এখানে পাওয়া যাবে এই ইছলামী প্রক্রিয়ার সচিত্র ও স-ভিডিও কয়েকটি নিদর্শন। আরও চাইলে গুগলের শরণ নিন।

২.
এক মুসলিম আল্যাফাকের কাছ থেকে ওহী পাইলো। আল্যা তারে কইলো, তুমি মাটির তলে ইছলামী খিলাফত স্থাপন করো। আল্যা কইলে তার কথা অমান্য করার সাহস রাখে কুন মমিনে! ফলে সে ৭০ জন (সংখ্যাটাও ইছলামীদের খুব প্রিয়) অনুসারী লইয়া সান্ধাইল আলো, তাপ আর ভেন্টিলেশনহীন মাটির নিচের প্রকোষ্ঠে। সেখানেই বসবাস, সন্তানজন্মদান... ঘটনা রাশিয়ায়। 

এই সংবাদের লিংক পাঠিয়ে Suirauqa লিখলেন: মুমিনদের কী হলো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এক বছরের শিশু থেকে সতেরো বছরের কিশোরদের সে কেমন কষ্ট দিয়ে রেখেছে, ভেবে দেখেছেন? ওরা কি আর মাটির ওপরে এসেও বাকি জীবনটা স্বাভাবিকভাবে কাটাতে পারব কোনোদিন?

৩. 
ধর্মপাশা উপজেলার এক গ্রামে তারাবীর নামাজ চলাকালে বজ্রপাতে ইমামসহ তেরোজনের মৃত্যু হয়। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা নিঃসন্দেহে। শুধু প্রশ্ন জাগে মনে: আল্লাহর ইবাদত করার সময় সে কেন তার অনুসারীদের এভাবে হত্যা করবে? এক পরিচিতা অবশ্য ভিন্ন একটি ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, এটা আল্লাহ নয়, ভগবানের কাজ। কারণ ঘটনা ঘটেছে জয়শ্রী ইউনিয়নের সরসতিপুর গ্রামে।

বছর দুই আগে বাপে চেতসে ক্যান? নামের পোস্টে ঈশ্বরপূত্র যিশুর ৬০ ফুট লম্বা মূতি বজ্রপাতে ধ্বংস হয়ে যাবার সচিত্র ও স-ভিডিও সংবাদ প্রকাশিত হয়েছিল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন