আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

ঝালমরিচের গুঁড়ো - ০৪

লিখেছেন শিশির

'ইনোসেন্স অভ মুসলিমস' নিয়া বেহেশতী স্ট্যাটাস 

আল্লফাকও একখান গোপন বেহেশতী ফেসবুক খুলসে, যাতে আইলসা বেহেশতবসীরা হুরগো লগে অনলাইন ডেটিং দিতে পারে, একে অন্যের আইডিয়া শেয়ার করতে পারে। তো নতুন ছিঃনেমা 'ইনোসেন্স অভ মুসলিমস' লইয়া ওইখানেও তোলপাড়। একটু পরপর দুনিয়া থাইকা ব্রেকিং নিউজ আইতাছে: আজকে অমুক জঙ্গি এক কাফের হত্যা করিয়া ৭২ হুরি প্রতিযোগিতায় উত্তীর্ণ হইয়াছে। 

হুরি উৎপাদন কারখানা হুরি সাপ্লাই দিয়া কুল পাইতেছে না। 

আর এদিকে ফেসবুকেও চলতেছে স্ট্যাটাসবাজি।

মোহাম্মক: হেঁ হেঁ হিসু ভাই, এতদিন খালি তুমি নায়কের পাট লইস। অহন দেহ ,আমিও অ্যাক্টো করবার পারি।

হিসু খিস্তি: ওই বেশি মাতিস না! ভুইলা যাইস না, আমি তোর সিনিয়ার। আমার এত্ত কষ্টে লেহা বইডা কপি-পেস্ট মাইরা তুই একটা কৃতজ্ঞতাও স্বীকার করস নাই। আর মনে রাখিস, তোর মতন নায়কের পাট বহুত করসি। 

মোহাম্মক: হিসু ভাই, তয় তোমার-আমার একখান পার্থক্য আছে। তুমি শয়ে শয়ে ফ্লপ ছবির নায়ক আর আমার পয়লা অ্যাক্টিং সুপার হিট। অহন আমার হাতে আরো ছবির অফার আইতাছে বৃষ্টির লাহান। অই কে আছিস, মেকাপটা রেডি কর। আইজ স্পিল স্যার আমার ইস্কিন টেস্ট লইব। 

কৃষ্ণ: হেঁ হেঁ হেঁ আমি এত লো বাজেটের নায়ক না। আমার একটা ইজ্জত আছে।

মোহাম্মক: অই বলিউডি, চুপ থাক! নাইলে আমার উম্মতরা তরে স্বরগু থাইকা বেনাগাজিত পাঠাইয়া দিব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন