আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শনিবার, ৮ মার্চ, ২০১৪

ইসলামবিদ্বেষী যিশু

লিখেছেন এম এস নিলয়

ইসলাম অবমাননার জন্য যিশু (মরণোত্তর) এবং বাইবেলের লেখকদের (মরণোত্তর) ফাঁসি এবং বাইবেল নিষিদ্ধকরণ দাবী জানাই।

অবাক হইলেন?
বাইবেল পড়েন নাই কোনদিন?
না পড়লে আর কোনদিন পইড়েন না; ইহা কুফরি কিতাব।
সব নাউজুবিল্লা কথা লেখা।
একটু আগে বাইবেল পড়তেসিলাম; সেখানে এই লেখাগুলা পাইলাম।
মথি ৬ অধ্যায়ঃ
৫ পদ: ‘তোমরা যখন প্রার্থনা কর, তখন ভণ্ডদের মতো করো না, তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ-গৃহে ও রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালবাসে।"
দেখসেন কারবার! জুম্মার দিনে রাস্তা বন্ধ কইরা মুসলমানেরা যে জুম্মার নামাজ পড়ে, এইটারে ক্যামনে অবমাননা করা হইসে, দেখলেন? নাউজুবিল্লাহ।

আবার দেখেন:
৬ পদ: কিন্তু তুমি যখন প্রার্থনা কর, তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না, তাঁর কাছে প্রার্থনা করো।
দেখসেন কারবার!  
যিশু আমাদের মসজিদে যাইতে নিষেধ করসে। বাসায় বইসা নামাজ পড়তে কইসে। নাউজুবিল্লাহ।

আরেকখান:
৭ পদ: ‘তোমরা যখন প্রার্থনা কর, তখন বিধর্মীদের মতো একই প্রার্থনার পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে তাদের বাক্যবাহুল্যের গুনে তারা প্রার্থনার উত্তর পাবে।
নাউজুবিল্লাহ! নাউজুবিল্লাহ!! নাউজুবিল্লাহ!!!

মুসলমানেরা নামাজে একই জিনিস একই নিয়মে একইভাবে বারবার একেবারে মৃত্যু পর্যন্ত একই রকমভাবে নামাজ পড়ে। একই রুকু একই সেজদা একই দরুদ একই সানা একই কিরাত একই সুরা ফাতিহা একই দোয়ায়ে কুনুত একই সামিয়াল্লাহু লিমান হামিদা একই রব্বানা লাকাল হামদ। যিশু কিনা ইসলামের সবচাইতে দরকারি জিনিসগুলার একটা এই পবিত্র নামাজের নিয়মকানুন পালন করতে নিষেধ করলেন? নাউজুবিল্লাহ।

আরো দেখেন:
১৬-১৭-১৮ পদ: "তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও আর মুখ ধুইয়ো।"
রোজা অবস্থায় মুখ ধুইতে কইসে! 

অথচ আমগো নবী মুহাম্মদ কইসে, "রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও সুগন্ধময়।" (বুখারী, মুসলিম)। যেই মুখের দুর্গন্ধ আল্লার কাছে এত প্রিয়, সেই মুখের দুর্গন্ধ যিশু নামের কুলাঙ্গার কিনা ধুইয়া ফেলতে কইসে। যীশুরে আরও পাঁচবার ক্রুশে দিতে মুন চাইতাসে আমার।

ইহুদী-নাসারারা যে মুসলমানদের শত্রু, সেইটার প্রমান পাইলেন? অতএব বাইবেল এবং নাসারাদের কতল প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব।

সাইদির বাংলায় গোলাম আজমের বাংলায় এই বাইবেল নিষিদ্ধ করো! করতে হবে! ইসলামের অবমাননা মানি না! মানবো না!

বাইবেল পোড়াও; ইসলাম এবং আল্লা-নবীর ইজ্জত কায়েম কর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন